Homeবিনোদননিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে : রাশমিকা

নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে : রাশমিকা

[ad_1]

সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে আছেন তিনি। একের পর এক হিট সিনেমা, চারপাশে উল্লাস আর ভক্তদের ভালোবাসা। সবই রয়েছে ঝুলিতে। তবুও মাঝে মাঝে মনে হয়, সবকিছু যেন অর্থহীন! এই অনুভব শুধু সাধারণ মানুষের নয়, স্পটলাইটের নিচে থাকা তারকাদের মধ্যেও দেখা দেয়। এমনই এক কঠিন বাস্তবতা নিয়ে মুখ খুললেন দক্ষিণী সিনেমার ‘জাতীয় ক্রাশ’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা।

সম্প্রতি ইনস্টাগ্রামে এক অনুরাগী প্রশ্ন করেন, ‘জীবনে এমন সময় আসে, যখন মনে হয় বেঁচে থাকারই আর ইচ্ছে নেই। আপনি কী করেন এমন সময়?’

প্রশ্নটি পেয়ে চুপ করে থাকেননি রাশমিকা। বরং দিলেন হৃদয় ছোঁয়া জবাব। অভিনেত্রী লিখেছেন ‘জোরে জোরে নিঃশ্বাস নাও। জীবন এমন কিছু মানুষদের পাশে রাখো যারা তোমার ওপর বিশ্বাস রাখে। যখন দিনটা পার হয়ে যাবে, তখন দেখবে চিন্তা কেটে গেছে। আর তখন নিজের ওপর গর্ব বোধ করবে।’

রাশমিকার এই বার্তাটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। অনেকেই মন্তব্য করেছেন, এমন একটি কথাই তারা এই মুহূর্তে শুনতে চাচ্ছিলেন।

‘পুষ্পা’, ‘গীতা গোবিন্দম’, ‘সীতা রামম’— একের পর এক হিট সিনেমায় নিজের জাত চিনিয়েছেন রাশমিকা। তবে জনপ্রিয়তার পাশাপাশি বারবার সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে, চরিত্র বাছাই, অভিনয় দক্ষতা কিংবা ব্যক্তিগত জীবন ঘিরে। তার মধ্যেও হাসিমুখে লড়াই করে চলেছেন তিনি। কখনো নিজেকে হারিয়ে না ফেলে, বরং নিজের মতো করে বাঁচতে শিখেছেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত