Homeবিনোদননির্মাতার পরিকল্পনায় দীপিকা | কালবেলা

নির্মাতার পরিকল্পনায় দীপিকা | কালবেলা

[ad_1]

লেডি সিংহাম চরিত্রে দীপিকা পাড়ুকোনকে নিয়ে স্বতন্ত্র নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন পরিচালক রোহিত শেঠি। ‘সিংহাম অ্যাগেইন’ ছবিতে দীপিকা ‘লেডি সিংহাম’ চরিত্রে ছোট একটি উপস্থিতি রাখেন। তবে ভক্তরা তার চরিত্রের আরও গভীরতা চেয়েছিলেন।

দীপিকার চরিত্রের প্রতি ভক্তদের এত আগ্রহের জন্য রোহিত শেঠি এ চরিত্রের ওপর ভিত্তি করে একটি পূর্ণাঙ্গ সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। লেডি সিংহাম চরিত্রটি সিংহাম অ্যাগেইন ছবিতে একটি বিস্তৃত ক্যামিও ছিল। রোহিত শেঠি তার পরের সিনেমা লেডি সিংহামে শক্তিশালী নারী পুলিশ হিসেবে চরিত্রটি প্রতিষ্ঠিত করবেন।

লেডি সিংহাম চরিত্র নিয়ে রোহিত বলেন, ‘এখন আমাদের স্ক্রিপ্ট তৈরি করতে হবে। আমাদের কাছে একটি গল্পের কনসেপ্ট রয়েছে, তবে জানি না এটিকে কোথায় নিয়ে যেতে পারব। আমি জানি চরিত্রটি কেমন হবে এবং গল্পের মূল ধারা কী হবে। তবে পরিচালক ও লেখক হিসেবে আমি তার পুরোযাত্রা সম্পর্কে এখনো জানি না। তবে লেডি সিংহাম অবশ্যই একটি নারী পুলিশকেন্দ্রিক সিনেমা হবে। তা নাহলে আমরা কখনোই এ চরিত্রটি দর্শকের কাছে তুলে ধরতাম না। সিংহাম অ্যাগেইন সিনেমায় আমরা এই চরিত্র এবং তার নামের ওপর যতটা গুরুত্ব দিয়েছি, তার পেছনে অবশ্যই একটি কারণ ছিল।’

সম্প্রতি রোহিত শেঠির সিংহাম অ্যাগেইন সিনেমাটি মুক্তি পায়। দর্শকমহলেও হয়েছে তুমুল জনপ্রিয়। এই চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করেন অজয় দেবগন, সালমান খান, কারিনা কাপুর, দীপিকা পাড়ুকোন, অক্ষয়সহ অনেকে। এখন পর্যন্ত সিনেমাটি থেকে মোট আয় হয়েছে ৩০০ কোটি রুপি।

এদিকে বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের এখন ভরা সংসার। কোনোদিকেই মন নেই তার। কারণটা অবশ্য সবারই জানা। মেয়ে দুয়া পাড়ুকোন সিংকে নিয়ে ব্যস্ত নায়িকা। এর মাঝেই তাকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের পরিকল্পনার কথা জানালেন নির্মাতা রোহিত। দীপিকাকে সবশেষ প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়। নাগ অশ্বিন পরিচালিত এ সিনেমায় দক্ষিণের তারকা প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত