Homeবিনোদননিষেধাজ্ঞা পেরিয়ে কানে ইরানি নির্মাতা জাফর পানাহির প্রত্যাবর্তন

নিষেধাজ্ঞা পেরিয়ে কানে ইরানি নির্মাতা জাফর পানাহির প্রত্যাবর্তন

[ad_1]

Ajker Patrika

নিষেধাজ্ঞা পেরিয়ে কানে ইরানি নির্মাতা জাফর পানাহির প্রত্যাবর্তন

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২২ মে ২০২৫, ০৭: ৫৭

Photo

কান উৎসবে জাফর পানাহি। ছবি: সংগৃহীত

দুই দশকের বেশি সময় পর কান চলচ্চিত্র উৎসবে এলেন ইরানি নির্মাতা জাফর পানাহি। ২০০৩ সালে তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল এই উৎসবে। ওই বছর কানের আ সার্তে রিগার্ড বিভাগে প্রদর্শিত হয়েছিল তাঁর ‘ক্রিমসন গোল্ড’। এবার তিনি নিয়ে এসেছেন নতুন সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’। ২০ মে কান উৎসবে সিনেমাটির প্রিমিয়ারে অভিনয়শিল্পীদের নিয়ে যোগ দেন জাফর পানাহি।

জাফর পানাহির প্রতিটি সিনেমায় উঠে এসেছে মানুষ ও মানবতার কথা। সিস্টেমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তিনি সিনেমার মাধ্যমে। তাই ইরান সরকার বারবার খড়্গহস্ত হয়েছে তাঁর বিরুদ্ধে। একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। ২০১০ সালে জাফর পানাহির চলচ্চিত্র নির্মাণের ওপর ২০ বছরের নিষেধাজ্ঞা দেন দেশটির আদালত। ২০২২ সালেও গ্রেপ্তার করা হয়েছিল পানাহিকে। সেবার প্রায় আট মাস ছিলেন কারাগারে।

তবে কোনো বাধাই তাঁকে নির্মাণ থেকে পিছু হটাতে পারেনি। সরকারি নিষেধাজ্ঞার মধ্যেও ঘরে বসে সিনেমা বানিয়েছেন। সর্বশেষ ২০১৮ সালে তাঁর ‘থ্রি ফেসেস’ সিনেমাটি যখন কানে সেরা চিত্রনাট্যের জন্য পাম দ্য’র পুরস্কার পায়, তখন গৃহবন্দী থাকায় উৎসবে যোগ দিতে পারেননি। সব নিষেধাজ্ঞা ও মামলার জটিলতা পেরিয়ে জাফর পানাহি ২২ বছর পর নতুন সিনেমা নিয়ে কান উৎসবে ফিরেছেন এ বছর। ২০ মে তাঁর ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট সিনেমাটির প্রিমিয়ার দর্শকদের সঙ্গে বসে উপভোগ করেছেন পানাহি। সিনেমা শেষ হওয়ার পর প্রায় আট মিনিট ধরে দর্শকদের করতালি পায়।

প্রদর্শনী শেষে জাফর পানাহি স্মরণ করেন সেসব নির্মাতা ও অভিনয়শিল্পীকে, যাঁরা এখনো ইরানের কারাগারে বন্দী। তিনি বলেন, ‘আজ আমি এখানে এসে সেই একই রকম আবেগ অনুভব করছি। কিন্তু আমি কীভাবে আনন্দিত হব? কীভাবে মুক্তির স্বাদ নেব? যখন আমার অনেক সহকর্মী, নির্মাতা, শিল্পী এখনো ইরানের কারাগারে বন্দী!’ গতকালও কান উৎসবে ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট সিনেমার প্রদর্শনী ছিল। প্রদর্শনীর আগে ফটোকলে অংশ নেন জাফর পানাহি ও সিনেমার কলাকুশলীরা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত