Homeবিনোদননুসরাত ফারিয়ার প্রতি অন্যায় করা হয়েছে: খায়রুল বাসার

নুসরাত ফারিয়ার প্রতি অন্যায় করা হয়েছে: খায়রুল বাসার


জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের খবর সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমে তীব্র আলোচনার সৃষ্টি করেছে। এই ঘটনায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার সামাজিক মাধ্যমে তার বক্তব্য প্রকাশ করেছেন, যেখানে তিনি নুসরাত ফারিয়ার প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘উনি অভিনেত্রী, উনার কাজ হলো অভিনয় করা। যে কোনো গল্পে যে চরিত্রটা পাবেন, তার যথাযথ প্রকাশ তিনি করবেন; এটাই তার কাজ।’

খায়রুল বাসার আরও উল্লেখ করেছেন, ‘আমার ধারণা উনি রাজনীতি সচেতনও না এবং উনি কোনো রাজনীতি করেনও না, এমনকি বিটিভিতে গিয়ে মায়া কান্নাও করেন নাই। তাহলে একটা সিনেমায় অভিনয় করাকে কেন্দ্র করে কেন এই হেনস্তা? ওই সিনেমায় অভিনয়ের জন্য সকলকেই অডিশনের জন্য ডাকা হয়েছিল, অনেকেই অডিশন দিয়েছেন। যারা সিলেক্ট হয়েছেন, তারাই অভিনয় করেছেন। এটা সিম্পল! এখানে কেউ রাজনীতি করতে যাননি।’

তিনি প্রশ্ন তোলেন, ‘অভিনেত্রী হিসেবে একটা সিনেমায় অভিনয় করা কি কোনও অপরাধ? যদি তাই হয় তবে নুসরাত ফারিয়ার সাথে অন্যায় হচ্ছে।’ এ ছাড়াও তিনি উল্লেখ করেন, ‘বর্তমান সরকার যদি শিল্পীদের কোনও রাষ্ট্রীয় আয়োজনে ডাকেন, তখন শিল্পীদের করণীয় কী হবে? পরবর্তী সরকার যদি তাদের হেনস্তা করে, তাহলে কি তারা হুকুমের দাস হয়ে যাবেন? নাকি শিল্পীরা কখনোই কোনো সরকার কর্তৃক রাষ্ট্রীয় আয়োজনের অংশ হবে না?’

নুসরাত ফারিয়া বর্তমানে আদালতের নির্দেশে কারাগারে আছেন এবং তার জামিন শুনানি আগামী ২২ মে নির্ধারিত হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত