Homeবিনোদনপরিচালকের চেয়ারে রাধিকা আপ্তে

পরিচালকের চেয়ারে রাধিকা আপ্তে

[ad_1]

মারাঠি, হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম—সব ইন্ডাস্ট্রিতে অভিনয় দিয়ে পরিচিতি পেয়েছেন রাধিকা আপ্তে। অভিনয় করেছেন বাংলা সিনেমাতেও। ইংরেজি ভাষার কনটেন্টেও কাজ করেছেন তিনি। এবার রাধিকা আপ্তের ক্যারিয়ার বইছে ভিন্ন স্রোতে। অভিনেত্রী পরিচয় ছাপিয়ে প্রথমবারের মতো বসতে চলেছেন পরিচালকের চেয়ারে।

ভ্যারাইটি জানিয়েছে, ‘কোটিয়া’ নামের একটি সিনেমা পরিচালনা করছেন রাধিকা আপ্তে। ভারতের সিনেভেস্টর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় আসরে সিনেভ-সিএইডি প্রকল্পের আওতায় ২২টি সিনেমা বানাবে একদল প্রতিষ্ঠিত ও উদীয়মান নির্মাতা। এ তালিকায় রয়েছে রাধিকা পরিচালিত কোটিয়া সিনেমার নাম। রাধিকা ছাড়া এ প্রকল্পে রয়েছে পরিচালক হানসাল মেহতা, কানি কুসরুতি, সোনালি বোস, প্রতীক ভাটসসহ অনেকের সিনেমা।

দুই দশকের অভিনয়জীবন রাধিকা আপ্তের। তাঁর অভিনীত সিনেমা মানেই ভিন্ন গল্প ও উপস্থাপন। রাধিকা পরিচালিত কোটিয়া সিনেমাতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। হিন্দি-মারাঠি এই অ্যাকশন-ফ্যান্টাসি গল্পের মূল চরিত্রে একজন নারী। এই মধ্যবয়সী অভিবাসী নারী আখ কাটার মাধ্যমে জীবিকা নির্বাহ করে। ঘটনাক্রমে ভুল চিকিৎসার ভুক্তভোগী হতে হয় তাকে।

তবে এই ভুল চিকিৎসা অনেকটা শাপে বর হয়ে আসে নারীটির জীবনে। সুপারপাওয়ার অর্জন করে সে। এর মাধ্যমে সে তার পরিবারকে ঋণমুক্ত করতে সক্ষম হয়। এমন গল্পে এগোবে কোটিয়া সিনেমার কাহিনি। এটি প্রযোজনা করবেন বলিউডের প্রখ্যাত পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে।

রাধিকা আপ্তেকে সম্প্রতি দেখা গেছে ‘সিস্টার মিডনাইট’ সিনেমায়। ইংরেজি ভাষার এ সিনেমায় তিনি অভিনয় করেছেন উমা চরিত্রে, যাকে একটি অসুখী দাম্পত্যের ভেতর দিয়ে যেতে হয়। কান উৎসবে সিস্টার মিডনাইটের প্রিমিয়ার হয়েছিল, পেয়েছিল বাফটা মনোনয়নও।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত