Homeবিনোদনপাঁচ বছর পর নিজের সুরে গাইলেন এহসান রাহী

পাঁচ বছর পর নিজের সুরে গাইলেন এহসান রাহী

[ad_1]

ছোটবেলা থেকেই সংগীতের আবহে বেড়ে উঠেছেন সুরকার ও সংগীতশিল্পী এহসান রাহী। শিল্পী হওয়ার স্বপ্নে ২০০১ সালে রাজশাহী থেকে ঢাকায় যাতায়াত শুরু। ২০১০ সালে নিজের কথা ও সুরে প্রকাশ করেন প্রথম একক অ্যালবাম ‘প্রশ্ন’। এর পর থেকে সুরকার ও শিল্পী হিসেবে নিয়মিত কাজ করছেন। গত শুক্রবার প্রকাশ পেয়েছে এহসান রাহীর নতুন মৌলিক গান ‘খুব কাছে থেকে’।

কণ্ঠ দেওয়ার পাশাপাশি খুব কাছে থেকে গানের সুর করেছেন রাহী। পাঁচ বছর পর রাহীর নিজের সুর করা কোনো গান প্রকাশ পেল। লিখেছেন রাজু চৌধুরী, মিউজিক কম্পোজিশনে সেতু চৌধুরী। ভিডিও বানিয়েছেন আল মাসুদ। শব্দ কারিগর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।

নতুন এই গান নিয়ে রাহী বলেন, ‘আমি সাধারণত যে ধরনের গান করি, তার চেয়ে একেবারেই ভিন্ন ঘরানার গান এটি। সেতু চৌধুরী ফিডব্যাক ব্যান্ডের অনেক জনপ্রিয় গানের মিউজিক কম্পোজিশনের সঙ্গে জড়িত। আমার নতুন এই গানে সেই ফিল পাবেন শ্রোতারা। সেতু চৌধুরীর মিউজিক কম্পোজিশনের সঙ্গে রাজু চৌধুরীর লেখা গানটি শ্রুতিমধুর করে তুলেছে।’

সর্বশেষ ২০১৮ সালে প্রকাশ পেয়েছিল রাহীর নিজের সুরে মৌলিক গান ‘কথা দিলাম’। পাঁচ বছর বিরতি প্রসঙ্গে রাহী বলেন, ‘এই সময়ে নাটক, সিনেমা, ওটিটি এবং দ্বৈত অনেক গান করেছি। এ ছাড়া নিয়মিত সুরকার হিসেবে কাজ করে যাচ্ছি। মৌলিক গান প্রকাশ করা হয়ে উঠছিল না। অনেক দিন ধরে মৌলিক গান প্রকাশের পরিকল্পনা করছিলাম। অবশেষে পাঁচ বছর পর নিজের সুরে নতুন গান প্রকাশ করলাম।’

এহসান রাহী জানান, নিজের সুরে মৌলিক গান নিয়ে কাজ করছেন। নাম দিয়েছেন এহসান রাহী বুনোবক। ফেসবুকে এই নামের পেজ থেকে প্রকাশ পাবে গানগুলো। তিনি বলেন, ‘৬০টির মতো গান আছে এই প্রজেক্টে। ইতিমধ্যে ছয়টি গান প্রস্তুত করেছি। আশা করছি, আগামী বছরের শুরু থেকে নিয়মিত গানগুলো প্রকাশ পাবে।’ মৌলিক গানের পাশাপাশি সিনেমা এবং ওটিটির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রাহী।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত