Homeবিনোদনপাকিস্তানে হামলায় বলিউড তারকাদের উচ্ছ্বাস

পাকিস্তানে হামলায় বলিউড তারকাদের উচ্ছ্বাস


এপ্রিলের ২২ তারিখ ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানি হয়। এরপর থেকেই দুই দেশের মধ্যে শুরু হয় উত্তেজনা। এর মধ্যেই মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। নয়াদিল্লি এ হামলার নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’। এসব হামলায় অন্তত ২৬ জন নিহত হওয়ার কথা এএফপিকে জানিয়েছেন পাকিস্তানের সামরিক মুখপাত্র। এ হামলার পর প্রশংসায় শামিল হয়েছেন বলিউড আর ‘কাপুরুষতা’ বলছেন পাকিস্তানি তারকারা।

ভারতের বিতর্কিত সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’খ্যাত নির্মাতা বিবেক অগ্নিহোত্রী ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের প্রশংসা করে এক্সে লিখেছেন ‘জয় হিন্দ’। এ পরিচালকের সঙ্গে যোগ দিয়ে বলিউড অভিনেতা অনুপম খেরও এর সমর্থনে এক্সে ‘অপারেশন সিঁদুর’ লিখে গর্ব প্রকাশ করেছেন।

ভারতীয় অভিনেতা রিতেশ দেশমুখ ও ভারতীয় নির্মাতা মধুর ভান্ডারকরও ভারতের হামলার প্রশংসা করেছেন। রিতেশ দেশমুখ লিখেছেন, ‘অপারেশন সিঁদুরের জন্য ভারতীয় সেনাদের স্যালুট। আমাদের সাহসী জওয়ানদের প্রতি শ্রদ্ধা।’
মধুর ভান্ডারকর পোস্টে লিখেছেন, ‘সেনাবাহিনী আমাদের গর্ব। অপারেশন সিঁদুর প্রমাণ করে, ভারত যে কোনোরকম হুমকির জবাব দিতে প্রস্তুত। ভারত মায়ের জয়।’

অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘ওরা বলেছিল মোদিকে জানিয়ে দিও। আর মোদি জানিয়ে দিয়েছেন।’ এরপর হ্যাশট্যাগ দিয়ে লেখেন, ‘অপারেশন সিঁদুর’। পরে আরও একটি স্টোরিতে তিনি লিখেছেন, ‘যারা আমাদের রক্ষা করেন, ঈশ্বর যেন তাদের রক্ষা করেন। আমাদের সেনাবাহিনীর নিরাপত্তা ও সাফল্য কামনা করছি।’

এদিকে ভারতের এ হামলাকে ‘কাপুরুষতা’ হিসেবে চিহ্নিত করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান ও হানিয়া আমির। এ ছাড়া অভিনেতা ফাওয়াদ খানসহ আরও অনেক তারকাই ভারতের এ হামলা বন্ধে কণ্ঠ তুলেছেন। কামনা করেছেন নিহতদের আত্মার মাগফিরাতের।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত