Homeবিনোদনপারিবারিক সহিংসতার শিকার নির্মাতা মিনহাজ

পারিবারিক সহিংসতার শিকার নির্মাতা মিনহাজ

[ad_1]

নির্মাতা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন মিনহাজ। বানিয়েছেন নাটক, মিউজিক ভিডিও ও বিজ্ঞাপন। এরপর ২০১৮ সালে জার্মান চলে যান চলচ্চিত্র নির্মাণের উপর মাস্টার্স করতে। সম্প্রতি দেশে এসে বিয়ে করেছেন তিনি। বিয়ের পর থেকে শুরু হয় যৌতুকের জন্য তার স্ত্রী তাহামিদার উপর শ্বাশুড়ি ও ননদের মানসিক এবং শারীরিক নির্যাতন। এরপরই স্ত্রীর প্রতি এমন অমনাবিক আচরণ দেখে পরিবারের বিরুদ্ধে যেতে সিদ্ধান্ত নেন এই নির্মাতা। করেন মা-বোনের নাম মামলা।

মিনহাজের অভিযোগ, নানা ঘটনার জের ধরে ৬ ডিসেম্বর রাতে তাহামিদার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে স্বাম-স্ত্রীর ব্যক্তিগত চ্যাট পড়া শুরু করেন শ্বাশুড়ি নাসিমা আক্তার ও ননদ আফিয়া আঞ্জুম মালিহা। তখনই প্রতিবাদ করেন মিনহাজ। আর এতে ক্ষেপে গিয়ে মিনহাজ ও তার স্ত্রীর ওপর শারীরিক আক্রমণ চালান তার মা-বোন। দুজনের আক্রমণ থেকে স্বামীকে বাঁচাতে গেলে তাহামিদাও লাঞ্ছিত ও নির্যাতিত হন। ঘটনার রাতেই মিনহাজ ও তাহামিদা ফেনী সদর হাসপাতালে গিয়ে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে ফেনী থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করেন, যার নম্বর ৪৮৫। মা ও বোন সমঝোতা স্বাক্ষর করে জিডি তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকলে পারিবারিক শান্তি রক্ষার্থে মিনহাজ রাজি হন। কিন্তু ১০ ডিসেম্বর সমঝোতার জন্য তারিখ নির্ধারণ করলেও আদালতে মা নাসিমা আক্তার মিনহাজের বিরুদ্ধে একটি চাঁদাবাজি, স্বর্ণালঙ্কার লুট ও হত্যার চেষ্টা মামলা করেন। তাই সঙ্গত কারণেই সমঝোতার বিষয়টি বাধাগ্রস্ত হয়। ঘটনাটি স্থানীয় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মিনহাজ আরও জানান, করোনার সময় জার্মানি থেকে বাংলাদেশে আসেন তিনি। এরপর মিনহাজের জার্মান ব্যাংক অ্যাকাউন্টগুলোতে টাকার পরিমাণ জানতে পেরে ভয়ভীতি দেখিয়ে বোনের ষড়যন্ত্রে তার মা তাকে পাগল সাজিয়ে ফেনী সাইকিয়াট্রিক হাসপাতালে নিয়ে তাকে একটি কেবিনে আটকে রাখেন। কিন্তু সেখানকার ডাক্তার বা হাসপাতালের কেউ মিনহাজকে পাগল হিসেবে চিহ্নিত করতে পারেনি। তখন মিনহাজের মা এবং বোন তার জার্মানির সব ডেবিট ও ক্রেডিট কার্ডের পিন নাম্বার মিনহাজের থেকে হুমকি দিয়ে নিয়ে যায়।

এরপর নিজের মা ও বোনের সম্মানের কথা চিন্তা করে এবং পারিবারিক সম্প্রীতি বজায় রাখতে বিষয়টি নিয়ে তিনি চুপ থাকেন।কিন্তু সম্প্রতি তার নববধূর সঙ্গে তাদের আচরণ ও নির্যাতন-মামলায় সার্বিকভাবে বিপর্যস্ত এই নির্মাতা। এরপরই বাধ্য হয়ে বোন মালিহা ও তার স্বামীর নামে মামলা করেছেন তিনি। আর তার স্ত্রী তাহামিদাও মিনহাজের মা ও বোনের বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুকের মামলা করেছেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত