Homeবিনোদন‘পুষ্পা ২’ ঘিরে একের পর এক মৃত্যু, প্রেক্ষাগৃহে মিলল যুবকের মরদেহ

‘পুষ্পা ২’ ঘিরে একের পর এক মৃত্যু, প্রেক্ষাগৃহে মিলল যুবকের মরদেহ

[ad_1]

একের পর এক ‘শনি’ লেগেছে বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ২’ সিনেমায়। তা-ও আবার যে-সে ব্যাপার নয়, সিনেমাকে কেন্দ্র করে এবার আরেক মৃত্যুর খবর। এই সিনেমার প্রিমিয়ারে নারীর পদপিষ্ট হয়ে মৃত্যুর স্মৃতি এখনো টাটকা। এরই মধ্যে এবার অন্ধ্রপ্রদেশের প্রেক্ষাগৃহে এই সিনেমা চলাকালীন ৩৫ বছরের এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে।

একদিকে বক্স অফিসে তুমুল সাফল্য, অন্যদিকে একের পর এক মৃত্যু। আর এ নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার রায়াদুরুগাম শহরের প্যালেস সিনেমা হলে। মৃত ওই যুবকের নাম মদানাপ্পা। তিনি পেশায়শ্রমিক এবং উদেগোলাম গ্রামের বাসিন্দা। চার সন্তানের বাবা তিনি।

পুলিশের বরাতে জানানো হয়েছে, হলে ‘পুষ্পা ২’ সিনেমা দেখতে গিয়েছিলেন তিনি। সে সময় মদানাপ্পা মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগ রয়েছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, আল্লু অর্জুনের সিনেমা চলাকালীন প্রেক্ষাগৃহের ভেতরেও মদ্যপান করেন মদানাপ্পা। কিন্তু কীভাবে এবং কখন তাঁর মৃত্যু হয়েছে, তা বলতে পারছেন না তাঁরা।

এর কারণ হিসেবে বলা হয়েছে, সন্ধ্যা ৬টার দিকে পরিচ্ছন্নতাকর্মীরা যখন হল পরিষ্কার করতে যান, তখন তাঁরা মরদেহ দেখতে পান। আপাতত ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ।

এদিকে ইতিমধ্যে সারা বিশ্বে ৮০০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে ‘পুষ্পা ২’। ছবির প্রিমিয়ারে ৩৯ বছরের নারীর মৃত্যুকে ঘিরে ঘটে এক তুলকালাম কাণ্ড। গুরুতর আহত নারীর ৯ বছরের ছেলে। সে এখনো হাসপাতালে ভর্তি।

তবে ওই নিহতের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন আল্লু অর্জুন। শুধু তাই নয়, শিশুটির চিকিৎসা ব্যয়সহ ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। সেটি ইতিমধ্যে দিয়েও দিয়েছেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত