Homeবিনোদন‘পুষ্পা ২’ পরিচালকের বাড়িতে আয়কর বিভাগের অভিযান

‘পুষ্পা ২’ পরিচালকের বাড়িতে আয়কর বিভাগের অভিযান

[ad_1]

পুষ্পা ২: দ্য রুল, মুক্তির আগে থেকেই জড়িয়েছে একের পর এক বিতর্কে। কখনো সিনেমা হলে পদদলিত হয়ে মৃত্যু, আবার কখনো বয়কটের ডাকের মুখে পড়েছে। তবে সবকিছু ছাপিয়ে বক্স অফিসে ১ হাজার ৫০০ কোটির সাফল্য যেন তাক লাগিয়ে দিয়েছে। এবার পরিচালক সুকুমারের বাড়িতে গতকাল বুধবার হানা দেয় আয়কর বিভাগ।

জানা গেছে, প্রায় দুই ঘণ্টা সুকুমারের বাড়িতে অভিযান চালিয়েছে আয়কর বিভাগ। তবে ঘটনার সময় বাড়িতে ছিলেন না তিনি। বিমানবন্দরে ছিলেন সুকুমার। পরে পরিচালককে বিমানবন্দর থেকে বাড়িতে নিয়ে আসে আয়কর বিভাগ। ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ করে তারা।

তবে কী কারণে অভিযান চালানো হয়েছে তা জানা যায়নি। আয়কর বিভাগ থেকেও কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, কর ফাঁকি দেওয়ার সন্দেহে আয়কর বিভাগ সুকুমারের লেনদেনের নথিপত্র যাচাই করছে।

জানা গেছে, পুষ্পার ২-এর প্রযোজক দিল রাজুর সম্পত্তির খতিয়ানও যাচাই করেছে আয়কর বিভাগ।

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক অনুরাগীর, যার জেরে আইনি জটিলতায় জড়ান দক্ষিণী তারকা। গত ডিসেম্বর মাসে জেলেও যেতে হয়েছে তাঁকে। সম্প্রতি জামিন দেওয়ার পাশাপাশি অভিনেতাকে যত্রতত্র সফরের ছাড়পত্র দিয়েছেন নামপল্লী আদালত।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত