Homeবিনোদনপ্রকাশ্যে এলেন দীপিকার প্রথম প্রেমিক

প্রকাশ্যে এলেন দীপিকার প্রথম প্রেমিক

[ad_1]

বর্তমান সময়ে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আজ তিনি সাফল্যের শিখরে, কোটি ভক্তের হৃদয়ে বিরাজ করেন। কিন্তু এই গ্ল্যামারের আড়ালে লুকিয়ে রয়েছে এক শূন্যতা, এক বিস্মৃত প্রেমের গল্প। ক্যারিয়ারের প্রথমদিকে মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় যার হাত ধরে স্বপ্ন দেখেছিলেন দীপিকা, আজ তিনি রয়ে গেছেন অতীতের পাতায়। শোনা যায়, সেই অজানা প্রেমিককে অভিনেত্রী নিজে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তখন প্রেমিক তার থেকে কয়েকগুণ এগিয়ে সাফল্যের দিক থেকে। আর এখন দীপিকা তার থেকেও কয়েক গুণ এগিয়ে সাফল্যে, খ্যাতিতে এবং প্রভাবেও। ছিন্ন হয়েছে তার সঙ্গে যোগাযোগ, হারিয়ে গেছে সেই সম্পর্কের সমস্ত রেশ। সময়ের নিয়মে ইতিহাস হয়ে যাওয়া সেই প্রেমিক আবারও উঠে এল আলোচনায়।

দীপিকা মুম্বাইয়ে আসতেই যাকে মন দিয়ে বসেন তিনি মুজামিল ইব্রাহিম। তিনি বিগত শতকের সুপারহিট মডেলই নন, একাধিক জনপ্রিয় মিউজিক ভিডিও এবং ধারাবাহিকে কাজ করেছেন তিনি।
প্রেমের বিষয়ে মুজাম্মিল জানান, যখন দীপিকা মুম্বাইয়ে আসেন সেই সময় অভিনেত্রীর তুলনায় অনেক বেশি সফল ছিলেন এবং অনেক বেশি উপার্জন করতেন তিনি ।

তিনি বলেন, দীপিকাকে প্রথম থেকেই সকলে চিনত। কারণ ও প্রকাশ পাড়ুকোনের মেয়ে। ওকে খুব বেশি নিজেকে চেনাতে হয়েছে, তেমন নয়। বছর দুয়েক সম্পর্কে ছিলাম। ওই আমাকে প্রেমের প্রস্তাব দেয়। মুম্বাইয়ের রাস্তায় বর্ষায় ভিজে আমরা প্রেম করেছি এবং ওর সঙ্গে অটোয় চেপে প্রেম করেছি। ওর সঙ্গে কাটানো মুহূর্তগুলো দারুণ ছিল।

মুজামিল আরও বলেন, এখন ও অনেক সফল। আমি ঠিক তার উল্টো। টিভিতে তাকে যখন দেখি, ভালো লাগে। মনে পড়ে ফেলা আসা দিনগুলো।

তিনি আরও জানান, দীপিকার বিয়ের আগে কথা হতো ফোনে তার। দীপিকার সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন তিনি। যদিও রণবীর সিংহকে বিয়ে করার পর থেকে একেবারেই যোগাযোগ ছিন্ন হয়ে যায় দুজনের।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত