Homeবিনোদনপ্রকাশ্যে শিরোনামহীনের ‘প্রিয়তমা’ | কালবেলা

প্রকাশ্যে শিরোনামহীনের ‘প্রিয়তমা’ | কালবেলা

[ad_1]

দেশের জনপ্রিয় রক ব্যান্ড শিরোনামহীন। নতুন বছরে নিজেদের নতুন গান ‘প্রিয়তমা’ প্রকাশ করেছে। শ্রোতারা নতুন এই গানটি ইউটিউব, স্পটিফাই, আইটিউনস, আমাজনসহ দেশীয় ও আন্তর্জাতিক সব ডিজিটাল প্ল্যাটফর্মে শুনতে পাবেন।

নতুন গানটির ভিডিওচিত্রের দৃশ্যায়ন হয়েছে ভারতের হিমাচল প্রদেশে। যার পরিচালনা ও সুর করেছেন কাজী আহমেদ শাফিন। গানটি লিখেছেন ব্যান্ডটির দলনেতা জিয়াউর রহমান।

নতুন এই গানটি নিয়ে দলনেতা জিয়া বলেন, “শিরোনামহীন তাদের শ্রোতার কথা মাথায় রেখে সবসময় নতুন গান প্রকাশ করে। ‘প্রিয়তমা’-এর ব্যাপারেও তেমনটি হয়েছে। গানটি প্রকাশের পর ২৪ ঘণ্টা পার না হতেই আমরা ভালো সাড়া পাচ্ছি। সবাই আমাদের প্রিয়তমার খুব প্রশংসা করছে, যা ভালো লাগছে। গানের কথা ও সুরের মতো এর মিউজিক ভিডিও খুব যত্ন নিয়ে নির্মাণ হয়েছে। ভারতের মানালীতে। এ ছাড়া আমাদের অষ্টম অ্যালবাম ‘বাতিঘর’-এর ১০টি গানের বেশিরভাগেরই শুটিং দেশের বাইরে হয়েছে। তাই আশা করছি গানগুলো শোনার পাশাপাশি দেখেও শ্রোতারা মুগ্ধ হবে।”

বর্তমানে শিরোনামহীনের কনসার্ট নিয়েও রয়েছে ব্যস্ততা। এর মাঝেও চলছে তাদের নবম অ্যালবামের কাজ। ‘এই অবেলায় ২’ শিরোনামের নতুন অ্যালবামে শ্রোতাদের জন্য বেশকিছু চমক থাকবে বলেও জানান এই দলনেতা।

‘বাতিঘর’ অ্যালবামে মোট ১০টি গান থাকবে। যার মধ্যে কয়েকটি গান প্রকাশ হয়েছে।

বর্তমানে শিরোনামহীন ব্যান্ডের লাইনআপে আছেন জিয়াউর রহমান জিয়া (বেজিস্ট ও গীতিকার), কাজী আহমাদ শাফিন (ড্রামার), শেখ ইশতিয়াক (ভোকালিস্ট), সাইমন চৌধুরী (কি-বোর্ডিস্ট) ও দীপু সিনহা (গিটারিস্ট)।

এর আগে ‘হাসিমুখ’, ‘জাহাজি’, ‘ইচ্ছে ঘুড়ি’, ‘ভালোবাসা মেঘ’, ‘এই অবেলায়’, ‘ক্যাফেটেরিয়া’র মতো অসংখ্য জনপ্রিয় গান শ্রোতা-দর্শকদের উপহার দিয়েছে শিরোনামহীন।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত