Homeবিনোদনপ্রথমবার যুক্তরাজ্যে গাইবেন ঐশী

প্রথমবার যুক্তরাজ্যে গাইবেন ঐশী

[ad_1]

প্রথমবারের মতো যুক্তরাজের কোনো কনসার্টে গান পরিবেশন করবেন কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘ফোক কনসার্ট’-এ গান গাইবেন তিনি। গতকাল রাতে ঐশী এক্সপ্রেস টিম নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। ঐশী জানান, ২৭ মে লন্ডনে এবং ২ জুন বার্মিংহামে ফোক কনসার্টে সংগীত পরিবেশন করবেন তিনি। শো শেষে আগামী ৪ জুন দেশে ফিরবেন।

এ প্রসঙ্গে ঐশী বলেন, ‘যুক্তরাজ্যে আমার গানের অনেক ভক্ত রয়েছেন। আরও আগেই সেখানে গাইতে যাওয়ার কথা ছিল। কিন্তু ব্যাটে-বলে হয়নি। এবারই প্রথম যাওয়া হচ্ছে। আমার সঙ্গে পুরো টিম যাচ্ছে। শোটা যেহেতু ফোক গানের; তাই ফোক গান, লোকগান গাওয়ার পাশাপাশি নিজের কিছু গান গাইব। সেখানে যেহেতু অনেক সিলেটি ভাইবোন রয়েছেন; তাঁদের অনুরোধেও গাইব কিছু গান। দেশে ফিরে ঈদের অনুষ্ঠানে অংশ নেব। আশা করছি সবার মন জয় করতে পারব।’

দেশে ফিরে ঈদের পর আগামী ৯ জুন টাঙ্গাইলের মধুপুরের মধুপুর শহীদ স্মৃতি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ঐশী।

সম্প্রতি সৌদি আরবের জেদ্দাতে ‘ইয়োর পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন ঐশী। তিনি বলেন, ‘সৌদি আরবের জেদ্দার অনুষ্ঠানটি আমার জীবনের বড় অর্জন। এই আয়োজনে বিভিন্ন দেশের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। বাংলাদেশি সংগীতশিল্পী হিসেবে সেখানে নিমন্ত্রণ পাওয়া এবং গানে গানে দর্শকদের আনন্দ দিতে পারাটা আমার জন্য বড় পাওয়া।’

উল্লেখ্য, দেশের বাইরে গান গাইতে ঐশী প্রথম কাতারে যান। এরপর অস্ট্রেলিয়া, ওমান, সৌদি আরব ও ভারতে গিয়েছেন গান গাইতে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত