Homeবিনোদনপ্রশংসিত হচ্ছে ‘আবীর ছোঁয়া’

প্রশংসিত হচ্ছে ‘আবীর ছোঁয়া’

[ad_1]

ঈদের বিশেষ নাটক ‘আবীর ছোঁয়া’। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনা করেছেন এ প্রজন্মের মেধাবী নাট্যনির্মাতা রুবেল হাসান। গত ৮ এপ্রিল প্রকাশিত হওয়ার পর থেকেই দর্শক প্রশংসায় ভাসছে নাটকটি। এতে মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের দর্শকপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। নাটকটি প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান বলেন, “এর আগে ইয়াশ ও তটিনীকে নিয়ে নাটক নির্মাণ করেছিলাম। কিছুদিন আগেই প্রকাশিত হলো ইয়াশ তটিনীর বউয়ের বিয়ে নাটকটি। এ নাটকটিও রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। নাটকটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সেই ধারাবাহিকতায় ‘আবীর ছোঁয়া’ নাটকটিও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।” ‘আবীর ছোঁয়া’ নাটকে অভিনয় নিয়ে ইয়াশ রোহান বলেন, ‘এবারের ঈদে আমার বেশ কয়েকটি নাটক বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে। সব নাটক থেকেই ভালো সাড়া পেয়েছি। সেই ভালোবাসা এই নাটক থেকেও পাচ্ছি। এর ফলে কাজের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধও বেড়ে যায়। কারণ আমরা দর্শকদের ভালোবাসা পাওয়ার জন্যই অভিনয় করি। তাদের ভালোবাসা পেলেই কাজের প্রাপ্তিটা আসে।’ এর আগে ইয়াশ তটিনী অভিনীত ‘হৃদয়ে রেখেছি গোপনে’, ‘তোমায় ছুঁয়ে’, ‘কী মায়ায় জড়ালে’, ‘কাছে আসার সময়’ নাটকগুলোও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত