Homeবিনোদনপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পছন্দের দুই হিন্দি সিরিজ

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পছন্দের দুই হিন্দি সিরিজ

[ad_1]

টালিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখন হিন্দি সিরিজেও অভিনয় করেন। তাই নিয়মিত দেখেন হিন্দি ভাষার সিরিজগুলো। বোম্বে টাইমসকে প্রসেনজিৎ জানিয়েছেন সম্প্রতি দেখা তাঁর প্রিয় দুই সিরিজের নাম। কেন ভালো লেগেছে সিরিজ দুটো, জানিয়েছেন সেটাও।

ব্ল্যাক ওয়ারেন্ট

এক জেলের গল্প। ভারতের তিহার জেলে দীর্ঘ ৩৫ বছর জেলার হিসেবে কাজ করেছেন সুনীল গুপ্তা। তাঁর বয়ানে উঠে এসেছে জেলের ভেতরের নানা গল্প। সত্য ঘটনা অবলম্বনে ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ সিরিজটি বানিয়েছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। অভিনয়ে জাহান কাপুর, রাহুল ভাট, সিদ্ধান্ত গুপ্তা, টোটা রায় চৌধুরী প্রমুখ। গত জানুয়ারিতে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজটি। ব্ল্যাক ওয়ারেন্ট নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘সিরিজটি দারুণ লেগেছে। বিক্রমাদিত্য মোতওয়ানে আমার অন্যতম পছন্দের পরিচালক। এতেও তিনি নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। জাহান, রাহুল, সিদ্ধান্তসহ সবার অভিনয় ভালো লেগেছে। সিরিজটি যেমন শৈল্পিক ও বাস্তবঘেঁষা, তেমনি দর্শক ধরে রাখার মতো। গল্প, চিত্রনাট্য, সম্পাদনা, চিত্রগ্রহণ, প্রোডাকশন ডিজাইন, সাউন্ড—সবই অসাধারণ।’

বন্দিশ ব্যান্ডিটস

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আরেকটি পছন্দের সিরিজ ‘বন্দিশ ব্যান্ডিটস’। এই মিউজিক্যাল সিরিজের প্রথম সিজন এসেছিল ২০২০ সালে, আমাজন প্রাইম ভিডিওতে। দুই বছর পর প্রকাশ পায় আনন্দ তিওয়ারি পরিচালিত সিরিজের দ্বিতীয় সিজন। অভিনয়ে ঋত্বিক গোস্বামী, শ্রেয়া চৌধুরী প্রমুখ। হিন্দুস্তানি ক্লাসিক্যাল সংগীতের রাঠৌর ঘরানার উত্তরসূরি রাধে এবং পপস্টার তামান্নাকে নিয়ে সিরিজের কাহিনি। সংগীত নিয়ে টানাপোড়েনের শেষে তামান্না যায় এক মিউজিক স্কুলে গান শিখতে। দুজনের বিচ্ছেদের পর রাধে শাস্ত্রীয় সংগীত পরিবেশন করতে হিমশিম খায়। শ্রেয়াও নিজের পায়ের নিচের জমি শক্ত করতে মরিয়া। সিরিজটি নিয়ে প্রসেনজিৎ বলেন, ‘শুধু মিউজিক নয়, এ সিরিজের সবই অসাধারণ। হিন্দুস্তান ক্লাসিক্যাল ও আধুনিক সংগীতের ফিউশনে মুগ্ধ হয়েছি। ঐতিহ্য ও সমকালীনতার চমৎকার মেলবন্ধন।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত