Homeবিনোদনপ্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় ‘জয়া আর শারমিন’

প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় ‘জয়া আর শারমিন’


পাঁচ বছর আগে, যখন গোটা বিশ্ব থমকে গিয়েছিল কোভিড-১৯ মহামারিতে, ঠিক তখনই নীরবে যাত্রা শুরু করেছিল চলচ্চিত্র ‘জয়া আর শারমিন’। অবশেষে ছবিটি বড় পর্দায় মুক্তির জন্য প্রস্তুত।

পিপলু আর খানের পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রে উঠে এসেছে দুই নারীর গল্প জয়া, একজন বিখ্যাত অভিনেত্রী এবং শারমিন তার গৃহকর্মী। কঠিন পরিস্থিতিতে হঠাৎ করে তারা দু’জন জয়ার বাড়িতে একসঙ্গে আটকে পড়েন। বাইরের বিশ্ব যখন আতঙ্ক আর অনিশ্চয়তার অন্ধকারে ডুবে, তখন এই ছোট্ট আবদ্ধ জগতে তারা গড়ে তোলেন এক আশ্রয়।

কিন্তু সময়ের সাথে সাথে বাইরের দুনিয়ার দুঃসংবাদ তাদের সম্পর্কের ভেতরেও চেপে বসে এক অদৃশ্য ভার। ছবিটি সূক্ষ্মভাবে দেখিয়েছে কিভাবে একাকীত্ব বদলে দেয় সম্পর্কের রূপ, সামনে আনে নির্ভরতা, ভরসা ও বেঁচে থাকার সংগ্রাম। সংকটকালে মানবিক সম্পর্কের জটিল আবর্তন ফুটে উঠেছে চলচ্চিত্রটিতে।

মাত্র ১৫ দিনে, ২০২০ সালের মহামারি পরিস্থিতির মাঝে, একটি ছোট ও নিবেদিতপ্রাণ দলের প্রচেষ্টায় শুটিং সম্পন্ন হয়েছিল। এই ব্যতিক্রমী প্রচেষ্টার ফলাফল আজ বড় পর্দায় দেখতে চলেছে দর্শকরা।

ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান, মহসিনা আক্তার এবং বিশেষ উপস্থিতিতে রয়েছেন তানজিম সাইয়ারা তটিনি। চিত্রনাট্য লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম মাটি। প্রযোজনার দায়িত্ব সামলেছেন পরিচালক পিপলু আর খান ও অভিনেত্রী জয়া আহসান নিজেই।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত