Homeবিনোদনফুলেরা গ্রামের নির্বাচনে ভোট দিল দর্শকেরা

ফুলেরা গ্রামের নির্বাচনে ভোট দিল দর্শকেরা

[ad_1]

মুক্তির জন্য প্রস্তুত ভারতের জনপ্রিয় ওয়েব সিরিজ পঞ্চায়েতের নতুন সিজন। আগামী ২ জুলাই আমাজন প্রাইমে মুক্তি পাওয়ার কথা সিরিজটির চতুর্থ সিজন। এ সিজনের গল্প—ফুলেরা গ্রামে পঞ্চায়েত নির্বাচনের উত্তাপ। নির্বাচনে মুখোমুখি প্রধানজির স্ত্রী মঞ্জু দেবী ও ভূষণের স্ত্রী ক্রান্তি দেবী। গ্রামের প্রধান নির্বাচন করতে শুধু ফুলেরার মানুষেরা নয়, ভোট দিয়েছে দর্শকেরাও। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটের ফলের ওপর ভিত্তি করে নির্ধারিত সময়ের আগেই মুক্তি দেওয়া হবে সিরিজটি।

নির্বাচনের উত্তাপকে কেন্দ্র করে তৈরি সিরিজের প্রমোশনাল গানের ভিডিওতে দেখা গেল প্রধানজি, রিঙ্কি ও বিকাশ মিলে মঞ্জু দেবীর নির্বাচনী কৌশল তৈরি করছে। প্রধানজি, রিঙ্কি ও বিকাশ নির্বাচনী সংগীতের সঙ্গে নাচতে নাচতে গ্রামের জন্য উন্নত রাস্তা থেকে শুরু করে সাইকেলের জন্য এয়ারব্যাগ, উন্নত বিদ্যুৎ ব্যবস্থার মতো নানা প্রতিশ্রুতি দেয়।

অন্যদিকে, ভূষণ ও বিনোদের নেতৃত্বে ক্রান্তি দেবীর দলও পিছিয়ে নেই। তারা তাদের নির্বাচনী গানের মাধ্যমে একই রকম প্রতিশ্রুতি দেয় এবং তা আরও ভালোভাবে পূরণের অঙ্গীকার করে।

মঞ্জু দেবী এবং ক্রান্তি দেবীর মধ্যে সংগীতের লড়াই যখন জমজমাট, তখন সচিবজি সবাইকে চুপ করিয়ে বলে, পঞ্চায়েতের দর্শকদের জন্য আপনারা কী ভেবেছেন? উত্তরে মঞ্জু দেবী বলে, ‘আপনারা যদি আমাকে সমর্থন করেন, তবে ২ জুলাইয়ের আগেই পঞ্চায়েতের নতুন সিজন নিয়ে আসব।’ ক্রান্তি দেবী বলে, ‘আমাকে সমর্থন করলে নতুন সিজন তারও আগে নিয়ে আসব।’

ভিডিওটি শেয়ার করার সময় ক্যাপশনে লেখা হয়েছে, ‘নতুন সিজন আমরা আনব, ভোট আপনারা দেবেন, এখনই ভোট করুন, বায়োতে লিঙ্ক আছে।’ ভক্তরা পঞ্চায়েত ভোটিং ডটকমে মুক্তির তারিখের জন্য পছন্দের প্রার্থীকে ভোট দিন ১০ জুন রাত ১২টা পর্যন্ত। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ক্রান্তি দেবী দর্শকদের ভোটে বিপুল ব্যবধানে এগিয়ে আছে।

দীপক কুমার মিশ্রর পরিচালনায় পঞ্চায়েত সিরিজে অভিনয় করেছেন রঘুবীর যাদব, নীনা গুপ্তা, জীতেন্দ্র কুমার, দুর্গেশ কুমার, সুনীতা রাজওয়ার প্রমুখ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত