Homeবিনোদনফ্যাঁকড়ায় পড়েছেন নিশাত প্রিয়ম | কালবেলা

ফ্যাঁকড়ায় পড়েছেন নিশাত প্রিয়ম | কালবেলা


সময়ের আলোচিত অভিনেত্রী নিশাত প্রিয়ম। রূপে, গুণে ও অভিনয়ে এখন জয় করছেন দর্শকের হৃদয়। ছোট পর্দার জনপ্রিয় মুখ হয়েও তিনি থেমে থাকেননি, ওটিটি দুনিয়ার ঝলমলে আলোতেও ছড়িয়ে দিয়েছেন নিজের অসাধারণ প্রতিভা। নাটকের আবেগি চরিত্র হোক বা ওয়েব সিরিজের জটিল প্লট। সবখানেই সমান পারদর্শী এই লাবণ্যময়ী। ৮ মে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’। যেখানে নতুন রূপে ধরা দিলেন তিনি।

সমসাময়িক অনেকের তুলনায় নিশাত প্রিয়মের কাজের সংখ্যা কম হলেও খুবই মানসম্মত কাজ করতে দেখা যায় তাকে।

যা নিয়ে প্রিয়মের কথা হয় কালবেলার সঙ্গে। তিনি বলেন, ‘আমি সবসময় গল্পনির্ভর কাজ করার চেষ্টা করি। তাই কোনো কাজে চুক্তিবদ্ধ হওয়ার আগে গল্পের ধরন বুঝে হ্যাঁ বলি। আমি সাধারণত কোনো গল্পে কাজ করার আগে দেখি সেখানে আমার চরিত্রের গুরুত্ব কতটুকু এবং পর্দায় কেমন ইম্প্যাক্ট ফেলবে। ভালো গল্পে কাজ করার ক্ষুধা আমার সবসময়ই।’

গল্প ভেদে বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করেন প্রিয়ম। তেমনই একটি গল্প ‘ফ্যাঁকড়া’। যেখানে একেবারেই ভিন্ন এক চরিত্রে দেখা যায় এই অভিনেত্রীকে।

এ বিষয়ে তিনি বলেন, “ভালোবাসা, সংকট, প্রতিশোধ ও সহিংসতার একটি গল্প ‘ফ্যাঁকড়া’। যেখানে গল্পের সাত চরিত্রের সবারই রয়েছে আলাদা-আলাদা গল্প। প্রত্যেকের জায়গা থেকে আছে সংকট, আছে চাহিদা। আর এভাবেই এগোতে থাকে ওয়েব সিরিজের কাহিনি। তবে এই সিরিজটি এমনভাবে নির্মাণ হয়েছে যে, দর্শকরা চোখ ফেরাতে পারবেন না এবং তাদের ভালো লাগবে।”

অভিনেত্রী আরও বলেন, ‘ফ্যাঁকড়ায় কাজ করতে গিয়ে আমার নিজেকেই ফ্যাঁকড়ায় পড়তে হয়েছিল। কারণ, এ সিরিজে আমার চরিত্রের নাম অ্যানি রোজারিও। সে একজন সন্দেহপ্রবণ নারী। স্বামীর কোনো বিষয়ই স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না। এ ধরনের সন্দেহপ্রবণ নারী চরিত্রে আমার এই প্রথম অভিনয়। সে কারণে চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল।’

২০১৬ সালে শোবিজ দুনিয়ায় ‘টিভিসি’ দিয়ে নিশাত প্রিয়মের যাত্রা শুরু হলেও তার ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট ছিল কয়েকটি নাটক ও ওয়েব ফিল্ম। তার মধ্যে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত মানি হানি, ২০২১ সালের ম্যাচ উইনার ও মহানগর, ২০২২ সালে মুক্তি পাওয়া প্রায়শ্চিত্ত এবং ২০২৩ সালের প্রকাশ পাওয়া অদৃশ্য ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।

এরপর ফিচার ফিল্ম জগতে তার পদাচারণা বাড়ে এবং নিজের অভিনয় দক্ষতায় জয় করে নিচ্ছেন দর্শকদের হৃদয়।

তবে সিনেমায় কাজ করবেন কি না—এ বিষয়ে জানতে চাইলে অভিনেত্রী বলেন, প্রত্যেক অভিনয় শিল্পীর স্বপ্ন থাকে তিনি সিনেমায় কাজ করবেন, আমারও তাই। কিন্তু ভালো স্ক্রিপ্টের অপেক্ষায় রয়েছি। যদি পাই তাহলে সিনেমায় আমাকে দেখতে পাবেন।

সম্প্রতি মুক্তি পায় নিশাত প্রিয়ম অভিনীত এবং আসিফ চৌধুরীর পরিচালনায় নির্মিত ওয়েব সিরিজ ফ্যাঁকড়া। যেখানে প্রিয়মের পাশাপাশি আরও অভিনয় করেছেন শ্যামল মওলা, নিদ্রা নেহা, পার্থ শেখসহ আরও অনেকে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত