Homeবিনোদনবক্স অফিস দখলে বলিউডের দুই সিনেমার লড়াই

বক্স অফিস দখলে বলিউডের দুই সিনেমার লড়াই

[ad_1]

এ মাসের শুরুতে বলিউড ইন্ডাস্ট্রিতে মুক্তি পায় একসঙ্গে দুটি সিনেমা। কার্তিক আরিয়ান অভিনীত হরর কমেডি ‘ভুল ভুলাইয়া-৩’ ও অজয় দেবগনের ‘সিংহম এগেন’। ভারতীয় বক্স অফিসে জনপ্রিয় দুটি ফ্যাঞ্চাইজিই দাপট দেখাচ্ছে। খবর : টাইমস অব ইন্ডিয়া

‘ভুল ভুলাইয়া-৩’ পরিচালনা করেছেন আনিস বাজমি। ১ নভেম্বর সিনেমাটি মুক্তির পর থেকে প্রতিযোগিতা করছে মাল্টিস্টারার সিনেমা ‘সিংহম এগেন’-এর সঙ্গে। ১ম দিন এটি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আয় করে ৩৫.৫ কোটি রুপি। এরপর দ্বিতীয় দিন, ৩৭ কোটি, তৃতীয় দিন ৩৩.৫ কোটি, চতুর্থ দিন, ১৮ কোটি ৫ লাখ, পঞ্চম দিন ১৪ কোটি, ষষ্ঠ দিন ১০.৭৫ কোটি ও সপ্তম দিন ৯.৫০ কোটি রুপি আয় করে। সপ্তাহ শেষে সিনেমাটির মোট আয় দাড়ায় ১৫৮.২৫ কোটি রুপি। কার্তিক ছাড়াও সিনেমাটি আরও অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালান।

অন্যদিকে ‘সিংহম এগেন’ সিনেমায় অভিনয় করেছেন অজয় দেবগন, রণবীর সিং, অক্ষয় কুমার, করিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর, টাইগার শ্রফ ও জ্যাকি শ্রফে মতো তারকা। প্রথমদিন থেকেই সিনেমাটি বক্স অফিসে দাপট দেখিয়ে যাচ্ছে।

প্রথম দিন ‘সিংহম এগেন’ আয় করে ৪৩.৫ কোটি রুপি। এরপর দ্বিতীয় দিন, ৪২.৫ কোটি, তৃতীয় দিন ৩৫.৭৫ কোটি, চতুর্থ দিন, ১৮.৭৫ কোটি, পঞ্চম দিন ১৪ কোটি, ষষ্ঠ দিন ১০.৫ কোটি ও সপ্তম দিন ৮.৭৫ কোটি রুপি আয় করে। সপ্তাহ শেষে সিমোটির মোট আয় দাঁড়ায় ১৭৩.০০ কোটি রুপি। এখন দেখার অপেক্ষায় ২০০ কেটির ক্লাবে কোন সিনেমাটি আগে প্রবেশ করে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত