Homeবিনোদনবাউলা বাতাসে রেজার সুবাস | কালবেলা

বাউলা বাতাসে রেজার সুবাস | কালবেলা

[ad_1]

রেজা করিম। পেশায় সাংবাদিক হলেও গানটা মিশে আছে তার রক্তে। সাংবাদিকতার মতো কাঠখোট্টা পেশায় থেকেও তাই গান ছাড়েননি এক দিনের জন্যও। কাজের ফাঁকে, আড্ডায়, ফুটপাতে কিংবা অফিসে অথবা মধ্য রাতে সোশ্যাল মিডিয়ায় গিটার হাতে দেখা মেলে তার। এরই মধ্যে বেশকিছু গানও প্রকাশ করেছেন এই শিল্পী। ‘পাখি’, ‘পাগল’, ‘নিকোটিন’, ‘প্রিয়’, স্বপ্নে আঁকিসহ তার বেশকিছু গান দারুণ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তবে দীর্ঘ পাঁচ বছরে আনুষ্ঠানিকভাবে কোনো গান প্রকাশ করা হয়নি। অবশেষে নিজের কথা ও সুরে নতুন গান দিয়ে বিরতি ভেঙে সংগীত জগতে ফিরেছেন রেজা। গত ঈদুল ফিতরে শিল্পীর নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়া ‘বাউলা বাতাসে’ শিরোনামের সেই গান এখন শ্রোতাদের মুখে মুখে, সুবাস ছড়াচ্ছে সংগীতাঙ্গনে। লোক ধাঁচের গানটির সংগীত আয়োজন করেছেন শাহাদত হোসেন নাদিম ও জুয়েল মাহমুদ। প্রেম আর বিরহকে উপজীব্য করে লেখা এই গানে সুর ও কণ্ঠের জাদু দিয়ে এরই মধ্যে নিজের জাত চিনিয়েছেন এই শিল্পী।

রেজা করিম বলেন, “‘বাউলা বাতাসে’ শ্রোতারা এতটা পছন্দ করবেন, ভাবিনি। এক কথায় বলতে গেলে—শ্রোতারা গানটা জাস্ট লুফে নিয়েছেন।”

শ্রোতাদের এমন ভালোবাসায় গান নিয়ে আরও ভালো কিছু করার তাগিদ অনুভব করছেন শিল্পী। জানালেন গান নিয়ে আগামীর পরিকল্পনার কথা। বেশ কয়েকটি গানের কাজ চলছে এবং সেগুলো শিগগিরই শ্রোতাদের কাছে যাবে বলে তার প্রত্যাশা।

কালবেলার সঙ্গে আলাপকালে অধরা এক স্বপ্নের কথাও জানান শিল্পী রেজা করিম। সেই স্বপ্নের কথা জানিয়ে তিনি বলেন, ‘সিনেমায় গান করব—অনেক বছর ধরে এই স্বপ্নটা লালন করে আসছি। জানি না কবে এই স্বপ্ন পূরণ হবে। তবে আমার বিশ্বাস, সুযোগ পেলে সিনেমার গানে আমি ভালো করব। এখন সেই সুযোগটা কবে আসবে-তার অপেক্ষায় আছি।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত