Homeবিনোদনবাগদান সম্পন্ন করলেন ডুয়া লিপা

বাগদান সম্পন্ন করলেন ডুয়া লিপা

[ad_1]

আলবেনিয়ান পপ তারকা ডুয়া লিপা ও অভিনেতা ক্যালাম টার্নার তাদের বাগদান সম্পন্ন করেছেন। হাতে আংটিসহ ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে নিজেই নিশ্চিত করেছেন এ খুশির খবর। এরপর ১২ জুন প্রকাশিত ব্রিটিশ ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে ডুয়া লিপা বলেন, ‘হ্যাঁ, আমাদের বাগদান হয়েছে। এটা সত্যিই অনেক সুন্দর ও বিশেষ একটি মুহূর্ত।’

শেয়ার করা ছবিতে দেখা যায় ডুয়ার আঙুলে এটি যেমন-তেমন অংটি নয়, এটি বিশেষ একটি আংটি যে, শুধু হীরা জ্বলজ্বল করে তা-ই নয়, বরং এতে মিশে আছে ডুয়ার ব্যক্তিত্বও। ক্যালাম তার বোন রিনা লিপা ও কাছের বন্ধুদের সহযোগিতায় আংটির ডিজাইন করেন একদম গায়িকার পছন্দমতো।

ডুয়া লিপার আঙুলের এই হীরার ওজন ২.৫-৩ ক্যারেট এবং এর বাজার মূল্য ৬৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগেও ডুয়া লিপা আংটি হাতে দিয়ে ছবি শেয়ার করেন। সে সময় বাগদানের বিষয় মুখ খোলেননি। তবে এবার নিজেই জানালেন নতুন জীবনে পা বাড়িয়েছেন তিনি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত