পরিচালক পথিকৃৎ বসুর বহুল আলোচিত ছবি ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’-এর ট্রেলার প্রকাশ পেয়েছে। যেখানে প্রধান চরিত্রে দেখা গিয়েছে মিঠুন চক্রবর্তী, অঞ্জনা বসু ও অঞ্জন দত্তকে। এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, মধুমিতা সরকার, সত্যম ভট্টাচার্য, রোশনি ভট্টাচার্যসহ একঝাঁক তারকা অভিনেতাকে। এই প্রথম এক ছবিতে মিঠুন-অঞ্জন। পর্দায় মিঠুনের স্ত্রী অঞ্জনার প্রাক্তন প্রেমিকের চরিত্রে দেখা যাবে অঞ্জনা বসুকে। এই পোস্টারেও একসঙ্গে হাজির তারা।
পোস্টারে দেখা যাচ্ছে পার্কে একটি বেঞ্চে বসে রয়েছেন অঞ্জনা। অভিনেত্রীর দুই পাশে বসে রয়েছেন মিঠুন ও অঞ্জন।
এরপর সিনেমার ট্রেলার শুরু হয় মিঠুন এবং অঞ্জনার ভালোবাসার গল্প দিয়ে। প্রথমে দুজনকে বেশ হাসিখুশি দেখালেও পড়ে জানা যায় ২৭ বছর ধরে এই দম্পতি নিজেদের ডিভোর্সের কেস লড়ছেন, যা নিয়েই এগিয়ে যাবে সিনেমার গল্প। এটি মুক্তি পাবে ১ মে। সিনেমাটি নিয়ে এরই মধ্যে প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন মিঠুন, অঞ্জনা ও অঞ্জন।
Source link