Homeবিনোদনবিজ্ঞান কার্নিভালে ওয়ারফেজসহ ৭ ব্যান্ড

বিজ্ঞান কার্নিভালে ওয়ারফেজসহ ৭ ব্যান্ড


দেশের বৃহত্তম বিজ্ঞান কার্নিভাল ‘সাই ভার্স’-এ উদ্ভাবনী মেধা, রোবোটিক্স, মহাকাশ অনুসন্ধান ও ভবিষ্যৎ প্রযুক্তির সন্ধানে একত্র হবেন বিজ্ঞানপ্রেমীরা। তাদের নিয়ে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জিওনেক্স আয়োজন করছে দেশের সবচেয়ে বড় বিজ্ঞান উৎসব। যেখানে নানা আয়োজনের পাশাপাশি সাত ব্যান্ড নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট। যেখানে গান করবে ওয়ারফেজ, এভয়েড রাফাসহ আরও পাঁচ ব্যান্ড।

উৎসবে অংশ নিতে সারা দেশ থেকে জড়ো হবেন উদ্ভাবনী মেধা, গবেষক, শিক্ষার্থী এবং বিজ্ঞানপ্রেমীরা। এ আয়োজনে তুলে ধরা হবে যুগান্তকারী আবিষ্কার, অত্যাধুনিক রোবোটিক্স, মহাকাশ অনুসন্ধান ও ভবিষ্যৎ প্রযুক্তির সম্ভাবনা।

তবে এসব প্রযুক্তিগত অগ্রগতি শুধু যন্ত্রের গল্প নয়; এগুলো মানবিক কৌতূহল, বড় চ্যালেঞ্জ মোকাবিলার ইচ্ছা এবং একটি উন্নত ভবিষ্যৎ নির্মাণের প্রতিফলন।

এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের স্বপ্নদ্রষ্টা, অন্বেষক ও উদ্ভাবকরা অনুপ্রাণিত হবেন নতুন নতুন সীমানা ছুঁতে এবং বৈজ্ঞানিক চিন্তার বিকাশে অগ্রণী ভূমিকা রাখতে। উৎসবটি বিজ্ঞানের প্রতি গভীর ভালোবাসা ও প্রতিশ্রুতি থেকে একটি সাহসী নতুন যুগের সূচনা করার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে।

আয়োজনটি একটি মেলার মতো করে সাজানো হয়েছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আগারগাঁওয়ে আগামী ৩ মে এটি অনুষ্ঠিত হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত