Homeবিনোদনবিদ্যার সতর্ক থাকার আহ্বান | কালবেলা

বিদ্যার সতর্ক থাকার আহ্বান | কালবেলা

[ad_1]

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। সম্প্রতি নিজের ডিপফেক ভিডিও প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানালেন তিনি।

বিদ্যার ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্করণ সোফায় বসে এই অভিনেত্রী দর্শকদের বলছেন, ‘আমি আপনাদের সবার প্রিয় বিদ্যা বালান।’ যেই ভিডিওটি তিনি তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ‘স্ক্যাম অ্যালার্ট’ দিয়ে শেয়ার করেন। এরপর ডিপফেক ভিডিওর বিষয় মুখ খুলেন বিদ্যা। তিনি জানিয়েছেন ভাইরাল হওয়া ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআইয়ের সাহায্যে তৈরি।

এ সময় ভিডিওটি শেয়ার করে অনুরাগীদের উদ্দেশে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিভ্রান্তিকর কনটেন্ট শেয়ার করার আগে তথ্য যাচাই এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’ ওই পোস্টে বিদ্যা আরও লিখেছেন, ‘সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপে আমার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। আমি স্পষ্ট করে বলছি, যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে, তা সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি। এই ধরনের ভিডিও তৈরি বা প্রচারে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

এর আগে বলিউডের বেশ কয়েকজন অভিনেত্রী ডিপফেক ভিডিওর শিকার হন। সব শেষ দক্ষিণী সিনেমার নায়িকা রাশ্মিকা মান্দানার ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়ার পর ভারতে ট্রেন্ড শুরু হয়েছিল আপত্তিকর ভিডিও ফাঁসের। অন্য এক নারীর ভিডিওতে বসানো হয়েছিল তার মুখ। মুহূর্তেই ভাইরাল হয়েছিল সেই ভিডিও। এরপর ডিপফেক ভিডিও ভাইরাল হয় কাজল, আলিয়া ভাটসহ অনেক অভিনেত্রীর। এবার ডিপফেক ভিডিও নিয়ে অভিনেত্রী বিদ্যা বালান সবাইকে সতর্ক করে সচেতন থাকার আহ্বান করেন।

বিদ্যা বালানকে সব শেষ ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়। আনিস বাজমি পরিচালিত এই সিনেমাটি ভৌতিক ও কমেডি ঘরানার গল্পে নির্মিত। সিনেমায় আলোচিত চরিত্র মঞ্জুলিকা রূপে দেখা যায় তাকে। এ ছাড়া এই সিনেমায় আরও অভিনয় করেন কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি এবং ক্যামিও চরিত্রে দেখা যায় মাধুরী দীক্ষিতকে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত