Homeবিনোদনবিপ্রার ‘পাবে না আমাকে’ | কালবেলা

বিপ্রার ‘পাবে না আমাকে’ | কালবেলা

[ad_1]

সানজিদা বিপ্রা। নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী। সম্প্রতি প্রকাশ হয়েছে তার গাওয়া প্রথম আধুনিক গান ‘পাবে না আমাকে’। মিজানুর রাফির কথায় গানটির সুর ও সংগীত করেছেন হৃদয় হাসিন। গানটি প্রকাশ হয়েছে বিপ্রার ইউটিউব চ্যানেল থেকে।

ছোটবেলা থেকেই ক্লাসিক্যাল ও রবীন্দ্রসংগীতে তালিম নেওয়া বিপ্রার চর্চা রয়েছে নজরুল সংগীতেরও। তবে নিজের প্রথম গান প্রকাশের ক্ষেত্রে বিপ্রা বেছে নিয়েছেন আধুনিক গানকে। এ নিয়ে বিপ্রা বলেন, ‘আসলে ছোট থেকে তো আমি ক্লাসিক্যাল, রবীন্দ্রসংগীত শিখেছি, গেয়ে এসেছি। তা ছাড়া সংগীত বিভাগে পড়ার সুবাদে নজরুল সংগীতও গাওয়া হয় এখন; কিন্তু যখন আমার প্রথম একক গান প্রকাশ করার ব্যাপারটা এলো, তখন মনে হলো যা করি নিয়মিত তার বাইরে কিছু চেষ্টা করে দেখি কেমন হয়, আমার গলায় কেমন মানায়? সেই ভাবনা থেকেই মূলত আধুনিক গান গাওয়া। আমি যেহেতু একেবারেই নতুন সেহেতু ভুলত্রুটি যা হয়েছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি শ্রোতাদের কাছ থেকে আগেই। শুধু সবার কাছে চাওয়া এটুকু —ভুলগুলো ধরিয়ে দেবেন, শুধরে দেবেন যেন আগামীতে আমি আপনাদের আরও সুন্দর গান উপহার দিতে পারি, গাইতে পারি।’

গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে বিপ্রা বললেন, ‘সামনে আরও একটি আধুনিক গান গাইবার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া রবীন্দ্রসংগীতও আসবে রবীন্দ্র জন্মজয়ন্তীতে। তবে আমি তাড়াহুড়ো করতে চাই না। আমার চাওয়া শ্রোতাদের জন্য, নিজের জন্য যেন গাইতে পারি কিছু ভালো গান, সে চেষ্টা করে যাওয়া। গান দিয়েই, গান নিয়েই আমি থাকতে চাই আজীবন।’

রাজশাহীর মেয়ে বিপ্রা গান শিখেছেন প্রয়াত ওস্তাদ রবিউল হোসেনের কাছে। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সংগীত বিভাগে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত