Homeবিনোদনবিপ্রার প্রথম গান ‘পাবে না আমাকে’

বিপ্রার প্রথম গান ‘পাবে না আমাকে’


প্রকাশ পেল তরুণ সংগীতশিল্পী সানজিদা বিপ্রার প্রথম মৌলিক গান। ‘পাবে না আমাকে’ শিরোনামের গানটি লিখেছেন মিজানুর রাফি। সুর ও সংগীত করেছেন হৃদয় হাসিন। গানটি প্রকাশ পেয়েছে বিপ্রার ইউটিউব চ্যানেল থেকে।

ছোটবেলা থেকে ক্ল্যাসিক্যাল ও রবীন্দ্রসংগীতে তালিম নেওয়া বিপ্রার চর্চা রয়েছে নজরুলসংগীতেও। তবে নিজের প্রথম গান প্রকাশের ক্ষেত্রে বিপ্রা বেছে নিয়েছেন আধুনিক গানকে। এ প্রসঙ্গে বিপ্রা বলেন, ‘ছোটবেলা থেকে আমি ক্ল্যাসিক্যাল, রবীন্দ্রসংগীত শিখেছি ও গাইছি। সংগীত বিভাগে পড়ার সুবাদে নজরুলসংগীতও গাওয়া হয় এখন। কিন্তু নিজের প্রথম গান প্রকাশের বেলায় বেছে নিয়েছি আধুনিক গান। এটা এক ধরনের এক্সপেরিমেন্ট। শ্রোতাদের ভালো লাগলেই আমার চেষ্টা সার্থক হবে।’

রাজশাহীর মেয়ে বিপ্রা গান শিখেছেন প্রয়াত ওস্তাদ রবিউল হোসেনের কাছে। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সংগীত বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী তিনি। পরজ শিল্প একাডেমি নামে একটি গানের স্কুল রয়েছে বিপ্রার। সেখানে ক্ল্যাসিক্যালের পাশাপাশি অন্যান্য ধারার গানও শেখানো হয়। সব মিলিয়ে গানের সঙ্গেই কাটে বিপ্রার সারা বেলা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত