Homeবিনোদনবিমান দুর্ঘটনায় বন্ধুর মৃত্যুতে স্তব্ধ পায়েল

বিমান দুর্ঘটনায় বন্ধুর মৃত্যুতে স্তব্ধ পায়েল

[ad_1]

ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় কেড়ে নিয়েছে অসংখ্য প্রাণ। আর সেই দুর্ঘটনাতেই চিরতরে হারিয়ে গেলেন ওপার বাংলার অভিনেত্রী পায়েল ঘোষের এক ঘনিষ্ঠ বন্ধু। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে এই হৃদয়বিদারক সংবাদ শেয়ার করে কান্নায় ভেঙে পড়েন পায়েল।

নিজের অনুভূতি প্রকাশ করে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অভিনেত্রী লিখেছেন, রেস্ট ইন পিস প্রীতি। “বিশ্বাস করতে পারছি না, তুমি আর নেই।

পরে প্রীতির কথা বলতে গিয়ে পায়েল বলেন, ‘আমি জানতাম যে ও লন্ডন যাচ্ছিল। খবরটা শুনেই আমি সঙ্গে সঙ্গে ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করি। দুর্ভাগ্যজনকভাবে, তাদের নীরবতাই সব কিছু বলে দিচ্ছিল। আমি এখনও স্তব্ধ।
কলেজ জীবন থেকে ও আমার বন্ধু ছিল এবং আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে ও আর আমাদের মাঝে নেই।’
তিনি আরও বলেন, ‘আমি সত্যিই তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করি এবং তার পরিবার যেন এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও সাহস পায় এই কামনা করি।

শুধু প্রীতি নয়, এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের সকলের জন্যই আমার প্রার্থনা রইল। ঈশ্বর তাদের পরিবারের সবার মঙ্গল করুন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে সেখানকার সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে ২৪২ আরোহী নিয়ে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে বিমানটি রওনা দেয়। উড্ডয়নের কয়েক মিনিট পরই এটি বিধ্বস্ত হয়। বিমানটিতে করে যুক্তরাজ্যে যাচ্ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত