Homeবিনোদন‘বিমান দেখলেই আল্লাহর কাছে দোয়া করি যেন নিরাপদে পৌঁছে’

‘বিমান দেখলেই আল্লাহর কাছে দোয়া করি যেন নিরাপদে পৌঁছে’

[ad_1]

ভারতের আহমেদাবাদ বিমানবন্দর থেকে বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনায় পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট এআই১৭১। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের বিমানটিতে ক্রুসহ ২৪২ জন মানুষ থাকলেও ব্রিটিশ নাগরিক বিশোয়াসকুমার রমেশই একমাত্র জীবিত রয়েছেন।

ভয়াবহ এই বিমান দুর্ঘটনা নিয়ে বাংলা গানের যুবরাজ ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, প্রতিটি বিমান দুর্ঘটনা আতঙ্কের, হতাশার। প্রচুর প্রাণহানির পাশাপাশি মানসিক বিপর্যয় ঘটে। ফ্রিকোয়েন্ট ট্রাভেলার হিসেবে বিমানেই যেতে হয় এই দেশ ঐ দেশ। দোয়া-দরুদ পড়ে শান্তভাবেই জার্নি করি। বাসা থেকে বের হয়ে গন্তব‍্যে পৌঁছানো পর্যন্ত নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি। প্রস্তুত থাকি নিশ্চিত মৃত‍্যুর অনিশ্চিত যাত্রায়। যে সিটে বোর্ডিং সেই সিটেই বসে থাকি যেন পরিবার লাশ না পেলেও একটা কাপড়ের টুকরো হলেও পাবে এই আশায়।

আসিফ আকবর আরও লিখেছেন, ভারতের আহমেদাবাদে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনা আমাকে আবারও ট্রমায় ফেলেছে। দাউ দাউ আগুনে জ্বলে নিহতদের পরিবারের মানসিক অবস্থা কি! বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে পাইলট, ক্রু আর যাত্রীদের বাঁচার আকুতি কেমন হতে পারে তা ভেবেই শরীর অবশ করা মন খারাপ সবার। আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়ার কারণে হতাহতের সংখ‍্যাও বেড়েছে। উড্ডয়ন আর অবতরণে প্রতিটি বিমানই আসলে মৃত্যুকে আলিঙ্গন করে যায়, আবার বেঁচে থাকার স্বাদও উপহার দেয়। খোলা আকাশে বিমান উড়তে দেখলেই আল্লাহর কাছে দোয়া করি যেন বিমানটি যাত্রীদের নিয়ে নিরাপদে গন্তব‍্যে পৌঁছে যায়।

এই শিল্পী লিখেছেন, কয়েক দিন আগেও আমার টিমের তিন মেম্বার এই এয়ারলাইন্সে লন্ডন ভ্রমণ করে এসেছে, তারা নিজেরাও এখন ট্রমায় আক্রান্ত। আহমেদাবাদ ট্র‍্যাজেডিতে নিহত সবার পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করছি। আসলে মৃত্যুই সত‍্য।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত