Homeবিনোদনবিয়েবাড়ির গল্পে ফারহান-আয়মান | কালবেলা

বিয়েবাড়ির গল্পে ফারহান-আয়মান | কালবেলা

[ad_1]

বিয়েবাড়ি সাজাতে গিয়ে দুই ইন্টেরিয়র ডিজাইনারের প্রেমে পড়ার গল্প এটি। যাতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও সাদিয়া আয়মান। এই দুজনকে নিয়ে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম।

সিএমভি’র ব্যানারে নির্মিত ‘মন মানে না’ নামের এই বিশেষ নাটকটির চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন।

নাটকের গল্পে দেখা যাবে, তিতির এসে দেখে বিয়েবাড়িতে ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য অন্য ছেলেকেও কাজ দিয়েছে কর্তৃপক্ষ। তিতির বুঝতেই পারে না, আসলে কাহিনি কী? একই বিয়েবাড়িতে দুই-দুইটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মকে কাজ দিয়েছে কেন! আবার ছেলেটা কেমন যেন, বিরক্তিকর। ছেলেটির নাম সাদমান। সে তো তিতিরকে কাজ করার সুযোগই দিচ্ছে না। এখন উপায়?

তিরি পরে খোঁজ নিয়ে জানতে পারে, মামুন-দীপা নামের হবু দম্পতি যৌথভাবে এই আয়োজন করছে। তাই ইন্টেরিয়রের জন্যেও দুজন দুটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে। যেন এখানেও খরচ ভাগাভাগি হয়! কিন্তু খরচ ভাগাভাগির চেয়ে বড় জটিলতা হয়ে দাঁড়ালো, তিতির ও সাদমানের বিরোধের জেরে কাজটাই না শেষ পর্যন্ত ভেস্তে যায়!

নির্মাতা জানান, এটা হলো নাটকের শুরুর দৃশ্য। এরপর গল্পের জল অনেকদূর গড়ায়। ‘মন মানে না’র প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এই নাটকটি ছাড়াও এই ঈদে এক ডজন বিশেষ নাটকের ডালা সাজানো হচ্ছে সিএমভি’র ব্যানারে। যা চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত