Homeবিনোদনবিয়ে নিয়ে তৃষার ভাবনা | কালবেলা

বিয়ে নিয়ে তৃষার ভাবনা | কালবেলা

[ad_1]

দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির চিরচেনা মিষ্টি হাসির জাদুকরী অভিনেত্রী তৃষা কৃষ্ণান। যিনি দীর্ঘদিন ধরে দর্শকের হৃদয়ে জায়গা করে আছেন তার অভিনয় আর সৌন্দর্য দিয়ে। তবে এবার তিনি চমকে দিলেন নতুন এক খবর দিয়ে। একের পর এক হিট সিনেমার এই নায়িকা এবার যেন নিজের জীবনের সবচেয়ে রোমান্টিক অধ্যায়ে পা রাখতে চলেছেন। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন রয়েছে অনেক প্রতীক্ষার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন তৃষা। বাস্তব জীবনের রূপকথার এই গল্প শুনে দারুণ উত্তেজনায় ভাসছেন তার ভক্ত-অনুরাগীরা।

বর্তমানে পেশাগত সাফল্যের পাশাপাশি অভিনেত্রীর ব্যক্তিগত জীবনকে ঘিরে তৈরি হওয়া কৌতূহলও ভক্তদের মধ্যে ব্যাপকভাবে আলোচিত বিষয় হয়ে উঠেছে।

সম্প্রতি ‘থাগ লাইফ’ সিনেমার এক সাক্ষাৎকারে তৃষাকে তার বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি সবাইকে চমকে দিয়ে জানিয়ে দেন, তিনি বিয়ের ধারণায় বিশ্বাস করেন না এবং বিয়ে হোক বা না হোক, এতে তার কিছু যায় আসে না।

তিনি বলেন, ‘আমি বিয়েতে বিশ্বাস করি না। এটা হলে ভালো, না হলেও ঠিক আছে।’

তবে গুঞ্জন আছে দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির সুপারস্টার থালাপতি বিজয়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন এই সুন্দরী।

যদিও এই দুই সুপারস্টার কখনোই এ গুঞ্জন নিয়ে সরাসরি মুখ খোলেননি, তবে তাদের একসঙ্গে ছবিতে ধরা পড়া ও ভ্রমণের সময় দেখা যাওয়া এ গুজবকে আরও জোরদার করেছে।

এ ছাড়া গত ২৯ মার্চ তৃষার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি পোস্ট নিয়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়। ওইদিন তিনি সবুজ শাড়ি পরে নিজের একটি ছবি শেয়ার করেন। যেখানে তার আঙুলে একটি বড় আংটি দেখা যায়। অনেকেই ভাবতে শুরু করেন, তিনি হয়তো বিয়ের ইঙ্গিত দিচ্ছেন। শেয়ার করা সে ছবিতে তার ক্যাপশন ছিল, ‘ভালোবাসা সবসময় জয়ী হয়’, যা ভক্তদের মধ্যে আরও বেশি জল্পনা-কল্পনা সৃষ্টি করে।

পেশাগত দিক থেকে ‘থাগ লাইফ’ ছাড়াও তৃষার হাতে রয়েছে বেশ কিছু নতুন সিনেমা। তার মধ্যে উল্লেখযোগ্য চিরঞ্জীবী অভিনীত ‘বিশ্বম্ভারা’ এবং আরজে বালাজি পরিচালিত সূরিয়ার সঙ্গে একটি নতুন সিনেমা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত