Homeবিনোদনবিশ্বকবির জন্মদিনে টেলিভিশনে যা দেখবেন

বিশ্বকবির জন্মদিনে টেলিভিশনে যা দেখবেন


বিশ্বকবির জন্মদিনে…

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আজ ৮ মে, (২৫ বৈশাখ) রবিঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে আলেখ্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, কবিতা আবৃত্তি, কাব্যনাট্য ও নাটক।
কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ প্রচারিত হবে রাত ১১টা ৫ মিনিটে।

এল রুমা আকতারের প্রযোজনায় কাব্যনাটকটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

‘চিত্রাঙ্গদা’য় অভিনয় করেছেন সোনালী, জুয়েনা, শিশির, শ্যামল, অর্ক, জেবু, সুমাইয়া, সামাদ, নিসর্গ, হাসান, অনিন্দ্য, শফিক, জাওয়াদ, আলী, বিপুল, বিমল, অহন প্রমুখ।

রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘সম্পত্তি সমর্পণ’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘সম্পত্তি সমর্পণ’-এর নাট্যরূপ দিয়েছেন আবুল হায়াত। মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় নাটকটির গল্পে দেখা যাবে—যজ্ঞনাথ কুন্ডু অত্যন্ত কৃপণ ব্যক্তি।

এদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে দুরন্ত টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘মম চিত্তে নিতি নৃত্যে’। অমিত চৌধুরীর নৃত্য পরিচালনায় অনুষ্ঠানটিতে নৃত্য পরিবেশন করবে নৃত্য সংগঠন ‘সাধনা’র নৃত্যশিল্পী—রুদমিলা প্রিয়ন্তী চৌধুরী, আরিশা চৌধুরী, নোহলী ইসলাম রিয়া, লাবণ্য দাশ গুপ্তা, মাহিনুর মাহজাবিন রূপ, আনুভা চৌধুরী, মধুরিমা রয়। পার্থ প্রতিম হালদার পরিচালিত বিশেষ নৃত্যানুষ্ঠান ‘মম চিত্তে নিতি নৃত্যে’ প্রচারিত হবে আজ সকাল ১০টায়।

এ ছাড়া কবির জন্মজয়ন্তী উপলক্ষে দুরন্ত টিভিতে দেখা যাবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাধো’ ও ‘ডাকঘর’। কবির সাহিত্যকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্র দুটি নির্মাণ করা হয়েছে। কবির কবিতা ‘মাধো’ অবলম্বনে সুমনা সিদ্দিকী নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাধো’। একই চ্যানেলে রবীন্দ্রজয়ন্তীর বিশেষ অনুষ্ঠান ‘সুরে ছন্দে রবীন্দ্রনাথ’ প্রচারিত হবে বৃহস্পতিবার বিকেল ৫টা ৩০ মিনিটে। এ ছাড়া বিভিন্ন টিভি চ্যানেলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে থাকবে বেশ কিছু বিশেষ আয়োজন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত