Homeবিনোদনবিশ্ব সুন্দরীর মুকুট জিতলেন ওপল সুচাতা

বিশ্ব সুন্দরীর মুকুট জিতলেন ওপল সুচাতা

[ad_1]

ভারতের হায়দরাবাদের জমকালো মঞ্চে ৩১ মে রাত যেন থমকে গিয়েছিল এক ঐতিহাসিক মুহূর্তে। চোখে স্বপ্ন, মাথায় গর্বের মুকুট, মাত্র একুশ বছর বয়সে মিস ওয়ার্ল্ড ২০২৫-এর শ্রেষ্ঠ আসনে আসীন হলেন থাইল্যান্ডের ওপল সুচাতা চুয়াংসরি। এই প্রথমবারের মতো বিশ্বসুন্দরীর খেতাব জিতে নিজের দেশকে গর্বিত করলেন ওপল। তার মাথায় মুকুট তুলে দিলেন গত বছরের মিস ওয়ার্ল্ড, চেক রিপাবলিকের ক্রিস্টিনা পিসকোভা। এক রাতেই বদলে গেল ইতিহাস, জন্ম নিল এক নতুন রূপকথা।

মিস ওয়ার্ল্ড ২০২৫-এর এ আসরে প্রথম রানার-আপ নির্বাচিত হয়েছেন ইথিওপিয়ার হ্যাসেট ডেরেজে আদমাসু, দ্বিতীয় রানার-আপ পোল্যান্ডের মাজা ক্লাজদা এবং তৃতীয় রানার-আপ হয়েছেন মার্টিনিকের অরেলি জোয়াকিম ।
বিশ্বসুন্দরীর খেতাব পাওয়ার পর ওপল সুচাতা চুয়াংসরি বলেন, ‘বিজয়ের এই মুহূর্তটি শুধু ব্যক্তিগত নয়। এটি প্রতিটি তরুণীর স্বপ্ন। এই উত্তরাধিকারের প্রতিনিধিত্ব করতে পেরে সম্মানিত বোধ করছি।’

১০৮ জন প্রতিনিধি নিয়ে শুরু হয় মিস ওয়ার্ল্ডের এবারের আসর। এতে ভারত ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন যথাক্রমে নন্দিনী গুপ্তা, আকলিমা আতিকা কনিকা। নন্দিনী সেরা দশে জায়গা করে নেন।
থাইল্যান্ডের থাম্মাসাট বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন ওপল সুচাতা।

গত বছর ‘মিস ইউনিভার্স থাইল্যান্ড’ নির্বাচিত হয়ে মিস ইউনিভার্সের বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করেন তিনি। চূড়ান্ত আসরে তৃতীয় রানার-আপ নির্বাচিত হন ওপল সুচাতা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত