Homeবিনোদনব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা

ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা

[ad_1]

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘ছায়াছন্দ’তে উপস্থাপনার মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। এরপর বিভিন্ন নাটকে কাজ করা শুরু করেন তিনি।

দীর্ঘদিনের মিডিয়া ক্যারিয়ারে অন্য সবার মতো জনপ্রিয়তা না পেলেও তিনি নিভৃতে সমানতালে কাজ করে যাচ্ছেন নিজের মতো করে।

কখনো ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় না এলেও এবার ভালোবাসা দিবসে বেশ ক’টি নাটকে অভিনয় এবং নিজের ক্লথিং ব্র্যান্ডের শুটিংয়ের জন্য খবরের শিরোনামে এসেছেন এই সুন্দরী। বর্তমানে নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা।

এদিকে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে অভি ফিল্মসের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে তার অভিনীত নাটক ‘বিয়ে বাড়ির গল্প’।

এটি পরিচালনা করেছেন বকুল আহমেদ এবং প্রিয়াঙ্কার পাশাপাশি এ নাটকে অভিনয় করেছেন অভি জাহেদ, শাহন আশ্রফ, লিজা ডিম্পলসহ আরও অনেকে।
স্যাড রোমান্টিক ঘরানার এ নাটকটির গল্প আবর্তিত হয়েছে প্রেম, বিরহ ও ভুল বোঝাবুঝির মাঝে। নাটকে দেখা যায়, এক যুগল প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল, কিন্তু মেয়েটির অহংকারী বাবা ষড়যন্ত্র করে ছেলেটিকে দূরে সরিয়ে দেন।

পরে একটি বিয়ে বাড়িতে প্রেমিক-প্রেমিকার পুনর্মিলন হলেও পুরনো স্মৃতির কারণে ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং সেখান থেকেই গল্পের মোড় ঘুরে যায়।

অভিনেত্রী বলেন, গাজীপুরে আমরা অনেক মজা করে এ নাটকটির শুটিং করেছি। দীর্ঘ ৩ বছর পর অভির সঙ্গে অভিনয় করলাম। এর আগে তার সঙ্গে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলাম।

একই দিনে একই নায়কের সঙ্গে ‘এতিম বউ’ নামে আরও একটি নাটক মুক্তি পেয়েছে। সেটিও পরিচালনা করেছেন বকুল আহমেদ।
প্রিয়াঙ্কা আরও জানান, এ বছর বৈশাখী টেলিভিশনে আসতে চলেছে তার অভিনীত দীর্ঘ ধারাবাহিক নাটক ‘ভাইরাল গ্রাম’। নাটকটি পরিচালনা করেছেন মারুফ আহমেদ খান রিজভী ও ফজলুল হক এবং রচনা করেছেন আল-আমিন স্বপন।

তবে কবে নাগাদ মুক্তি পাবে এ বিষয়ে কিছু নিশ্চিত করেননি এই অভিনেত্রী।
এছাড়া ভালোবাসা দিবসে নিজের ক্লথিং ব্র্যান্ড কিউট অ্যান্ড ক্লাসির প্রোমোশন শুটিংয়ে একঝাঁক তরুণী নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছেন তিনি।

দেশীয় নাটক ইন্ডাস্ট্রিতে প্রিয়াঙ্কা জামানের অভিষেক হয়েছিল জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজলের বিপরীতে অভিনয়ের মাধ্যমে।

‘প্রেস্টিজ’ এবং ‘হৃদয় ঘটিত’ নামে দুটি নাটকে অসাধারণ অভিনয় করার মাধ্যমে বেশ প্রশংসিত হন এই সুন্দরী।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত