Homeবিনোদনভক্তদের সঙ্গে ছবি তুলতে কেন অনীহা স্কারলেট জোহানসনের

ভক্তদের সঙ্গে ছবি তুলতে কেন অনীহা স্কারলেট জোহানসনের

[ad_1]

অনেক বছর ধরে একটি বিশেষ নিয়ম মেনে চলেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। সেটা হলো, কাজের সময়ের বাইরে পেশাগত জীবনটা দূরে সরিয়ে রাখেন অভিনেত্রী। এমনকি, তখন কোনো ভক্তের সঙ্গেও ছবি তোলেন না। ‘ব্ল্যাক উইডো’ অভিনেত্রী সম্প্রতি ইনস্টাইল ম্যাগাজিনকে জানিয়েছেন, কাজ ছাড়া বাকিটা সময় ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত থাকতে ভালোবাসেন তিনি। যখন কোনো শুটিং সেট কিংবা অনুষ্ঠানের বাইরে থাকেন, তখন ভক্তরা তাঁর সঙ্গে ছবি তুলতে এলেও ‘না’ করে দেন।

স্কারলেট জোহানসন বলেন, ‘ভক্তদের সঙ্গে ছবি তুলছি না মানে কিন্তু এটা নয় যে আমি অকৃতজ্ঞ কিংবা ভক্তদের উপস্থিতিতে খুশি নই। হয়তো আমি কোথাও কিছু কিনছি, তখন কেউ ছবি তুলতে বা কথা বলতে এলে বিনয়ের সঙ্গে বলে দিই, ‘‘আমি এখন কাজ করছি না’’। এর মানে হলো, ওই মুহূর্তে আমি তাঁদের সঙ্গে পরিচিত হতে চাচ্ছি না। ওই সময়টা আমার ব্যক্তিগত সময়।’

পেশাগত ও ব্যক্তিগত জীবনের মাঝে এমন কঠিন সীমারেখা বাঁধতে খুব কম শিল্পীই পারেন। যেমনটা পেরেছেন দুইবার অস্কার মনোনয়নপ্রাপ্ত অভিনেত্রী স্কারলেট জোহানসন। তিনি জানান, তারকাদের সব সময় সেজেগুজে থাকতে হয়। আত্মসচেতন থাকতে হয়। তবে কাজের সময়ের বাইরে তারকাসুলভ যাপন করতে চান না। ওই সময়টা নিজের চিন্তায় ডুবে থাকেন। তাঁর অভ্যাস অনেককে খুব বিরক্ত করে। অনেকে হতাশ হয়। তবে তাঁকে নিয়ে কে কী ভাবল, সেটা নিয়ে খুব বেশি চিন্তিত নন অভিনেত্রী।

রায়ান রেনল্ডস ও রোমেন ডাউরিয়াকের সঙ্গে বিচ্ছেদের পর ২০২০ সালে কলিন জোস্টকে বিয়ে করেন স্কারলেট জোহানসন। ‘সাটারডে নাইট লাইভ’ ও ‘উইকেন্ড আপডেট’ নামে দুটি কমেডি শো উপস্থাপনা করেন কলিন। দুই সন্তানের জননী স্কারলেট। তিনি বলেন, ‘আমার পরিবার আমার কাছে খুবই মূল্যবান। আমার সন্তানদের গোপনীয়তাও আমার কাছে জরুরি।’

স্কারলেট জোহানসন আরও বলেন, ‘তারকা হওয়ার, বিখ্যাত হয়ে ওঠার ব্যাপারটা খুবই মজার। কিন্তু এটার একটা সীমারেখা টানার দরকার আছে। নাহলে আপনার ব্যক্তিগত জীবনে বিরাট ক্ষতির মুখে পড়বে। পেশাগত জীবন থেকে ব্যক্তিজীবন আলাদা রাখা এ সিদ্ধান্ত আমি নিয়েছি আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য। অনেক বছর ধরেই এটি মেনে চলছি।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত