[ad_1]
তরুণ শ্রোতাদের কাছে সংগীতের অন্যতম জনপ্রিয় নাম হাবিব ওয়াহিদ। বছরজুড়েই সংগীত নিয়ে ব্যস্ততা থাকে তার। নতুন গানের পাশাপাশি স্টেজ শো দিয়ে মাতিয়ে রাখেন শ্রোতাদের। যার মধ্যে করপোরেট শো বেশি থাকে। সেই ধারাবাহিকতায় ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনে তার বেশকিছু কনসার্ট রয়েছে। যে ব্যস্ততা শুরু হবে ১৩ ফেব্রুয়ারি থেকে। এই কনসার্টটি অনুষ্ঠিত হবে একটি প্রমোদতরীতে। সাগরের মাঝে। যেখানে হাবিবের সংগীত সন্ধ্যা উপভোগ করতে চাড়া মূল্যে টিকিট কাটতে হবে আগতো শ্রোতাদের। যেখানে সর্বোচ্চ টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে নিরানব্বই হাজার নয়শ নিরানব্বই টাকা। এই কনসার্ট নিয়ে হাবিব বলেন, ‘ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনে আমার প্রতি বছরই ব্যস্ততা থাকে। এ সময় দেশের বাইরেও শো করেছি এর আগে। তবে এবার একটা ভিন্নরকম অভিজ্ঞতা হতে যাচ্ছে। গভীর সাগরে ভরা পূর্ণিমায় গানে ভালোবাসা দিবস, পয়লা ফাল্গুনকে বরণ করা হবে, যা নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। এদিন আমি ছাড়া আরও কিছু শিল্পী থাকবেন।’ এদিকে হাবিব এখন প্লেব্যাক, দ্বৈত ও জিঙ্গেল নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
এরই মধ্যে হাবিব নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন তরুণ শিল্পী অন্তরা কথার সঙ্গে গাওয়া দ্বৈত গান ‘ভাবিনি কখনো’। এই গানটিও বেশ সাড়া ফেলেছে। প্রকাশের অপেক্ষায় তার আরও একটি গান রয়েছে। যার শিরোনাম এখনো ঠিক হয়নি।
[ad_2]
Source link