Homeবিনোদনভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে দুই সিনেমা

ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে দুই সিনেমা

[ad_1]

ভালোবাসা দিবস উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে আজ শুক্রবার মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। একটি মঞ্জুরুল ইসলাম মেঘ পরিচালিত ‘ময়না’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রাজ রিপা। অন্যটি রোমান্টিক গল্পে নির্মিত সিনেমা ‘জলে জ্বলে তারা’। অরুণ চৌধুরীর পরিচালনায় নাঈম অভিনয় করেছেন ‘হোসেন মাঝি’ চরিত্রে। তার বিপরীতে সার্কাসকন্যার চরিত্রে আছেন রাফিয়াত রশিদ মিথিলা।

ময়না

‘ময়না’ সিনেমাটি দেশের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে নবাগত নায়িকা রাজ রিপার। এতে তার বিপরীতে রয়েছেন চারজন নায়ক। তারা হলেন আমান রেজা, কায়েজ আরজু, আফফান মিতুল ও আরেফিন জিলানী।

অভিষেক সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত রাজ রিপা। তিনি বলেন, ‘অবশেষে আমার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হচ্ছে, এতে আমি খুশি। এই দিনটি একটি স্পেশাল দিন আমার জন্য। আর এই স্পেশাল দিনে দর্শকদের কাছে ময়না একটি স্পেশাল উপহার হবে এমনটাই আশা করি। সবাইকে অনুরোধ করব সিনেমাটি হলে গিয়ে উপভোগ করবেন।’

জলে জ্বলে তারা

চার বছর অপেক্ষার পর এফ এস নাঈম ফিরছেন বড় পর্দায়, সঙ্গে আছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ভালোবাসা দিবসের বিশেষ উপহার হিসেবে আজ মুক্তি পেয়েছে তাদের রোমান্টিক সিনেমা ‘জলে জ্বলে তারা’। এই সিনেমাকে ঘিরে উচ্ছ্বাসে ভাসছেন নাঈম। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় প্রধান চরিত্রে আসছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী, যেখানে নাঈম অভিনয় করেছেন হোসেন মাঝি চরিত্রে। তার বিপরীতে সার্কাসকন্যার চরিত্রে দেখা যাবে মিথিলাকে।

সিনেমাটি নিয়ে নাঈম বলেন, ‘প্রথমবার আমাকে বড় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে। ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে, তাই দর্শকদের জন্য এটি বিশেষ কিছু হবে। সিনেমার গল্প, গান, আবেগ—সবকিছুই দর্শকদের হৃদয়ে দাগ কাটবে।’

এর আর আগে ‘জলে জ্বলে তারা’-এর একাধিকবার মুক্তির ঘোষণা করা হয়।

সিনেমায় মিথিলা ও নাঈম ছাড়া আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমুখ।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত