নাটক ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেতা নিলয় আলমগীর। অভিনয় দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। নির্মাতাদের কাছে বেড়েছে তার চাহিদাও। বলতে গেলে ছোট পর্দার বেশিরভাগ নির্মাতাই তাকে নিয়ে করতে চান নাটক। কারণ নিলয় মানেই ইউটিউব ফেসবুকে কোটি কোটি ভিউ।
সম্প্রতি কালবেলার সঙ্গে একান্ত আলাপকালে দেশের নাটক ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা ও ভিউ নিয়ে কথা বলেছেন এই অভিনেতা। শুরুতেই নিলয় বলেন, ‘বর্তমানে দেশের নাটকের গুণগত মানের উন্নতি হয়েছে। বেড়েছে কাজের বাজেট। গল্পতেও হয়েছে উন্নতি। ইউটিউব ফেসবুকে নাটকের ভিউও বৃদ্ধি পেয়েছে অনেক। যার কারণে দেশ ও দেশের বাইরেও প্রশংসিত হচ্ছে আমাদের কাজগুলো। এটি অবশ্যই ভালো দিক। এতে সবাই কাজের প্রতি আরও বেশি আগ্রহী হয়েছেন। যাতে করে আমাদের ইন্ডাস্ট্রিও এগিয়ে যাচ্ছে।’
এ সময় নিলয়ের জানতে চাওয়া হয় ভিউয়ের জন্য অনেকেই দুর্বল গল্পে নাটক নির্মাণ করছেন। যার জন্য ভিউ শব্দটি নেতিবাচক অনেকের কাছে। এরপর নিলয় বলেন, ‘ভিউ নেগেটিভ শব্দ হতে পরে না। কারণ দর্শক দেখছে বলেই আমাদের নাটকে ভিউ হচ্ছে। কেউ যদি মনে করে ভিউয়ের জন্য দুর্বল গল্প আর চটকদার সংলাপই যথেষ্ট। তাহলে তাদের ধারণা ভুল। কারণ আমি ছাড়া আরও অনেক তারকার কোটি কোটি ভিউয়ের নাটক ইউটিউবে রয়েছে, যা গল্পের জন্য প্রশংসা হয়েছে বা এখনো হচ্ছে। এসব নাটকে পরিবার ও সমাজের জন্যও বার্তা রয়েছে। তাই যারা ভিউ মানেই নেতিবাচক মনে করেন, তাদের ভাবনার আরও উন্নতি দরকার।’
নিলয় বর্তমান নাটক ইন্ডাস্ট্রির জনপ্রিয় নাম। সবার থেকে তার কাজের পরিমাণও বেশি তার পরও সব গল্পে কাজ করেন না এ অভিনেতা। বেছে বেছে অভিনয় করে ধরে রেখেছেন নিজের গুণগতমান। এবারের ঈদে তার ১০টির ওপরে নাটক প্রকাশ পেয়েছে। বর্তমানে ঈদুল আজহার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।