Homeবিনোদনভেঙে গেল মালাইকা-অর্জুনের প্রেম!  | কালবেলা

ভেঙে গেল মালাইকা-অর্জুনের প্রেম!  | কালবেলা


বলিউডের বহুল চর্চিত মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেমকাহিনি। স্বামী আরবাজ খানের ঘর ছেড়ে প্রেমিক অর্জুনের হাত ধরেছিলেন তিনি। বছরের পর পর এই সম্পর্ক নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে।

একটা সময় আলোচনায় ছিল মালাইকা-অর্জুন কবে বিয়ের পিঁড়িতে বসবেন এ নিয়ে। কিন্তু সময় বদলেছে। পরিবারের অনিচ্ছা সত্ত্বেও যে নারীর হাত ধরেছিলেন এই বলিউড হিরো সেই সম্পর্কে এখন টানাপড়েন চলছে।

ভাঙতে বসেছে মালাইকা-অর্জুনের প্রেম। দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনেছেন দুজন। তবে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এবার বিচ্ছেদ গুঞ্জনে যেন আনুষ্ঠানিক সিলমোহর টানলেন অর্জুন।

সম্প্রতি মুম্বাইয়ের এক দীপাবলির অনুষ্ঠানে উপস্থিত হন এ অভিনেতা। উপস্থিত অনেকেই তার কাছে মালাইকার কথা জানতে চান। জবাবে অভিনেতা হেসে বলেন, ‘এখন আমি সিঙ্গেল’।

এ ছাড়া পেছন থেকে একজনকে উদ্দেশ্য করে অর্জুন বলতে থাকেন, ‘এরা বলছে টল অর হ্যান্ডসাম, আমার মনে হলো- বিয়ের কথা বলছে। তাই বললাম শান্ত হও।’

ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা প্রতিবেদনে জানিয়েছে, মালাইকা-অর্জুনের মধ্যে একটি বিশেষ সম্পর্ক ছিল। তারা বিচ্ছেদের পথে হাঁটলেও নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে নীরবতা বজয়া রাখবেন। নিজেদের সম্পর্ক নিয়ে কোনো আলোচনা বা কাঁটাছেড়া করবেন না।

মালাইকার ক্যারিয়ারের শুরু মডেলিংয়ের মাধ্যমে। বলিউডের ‘ছাইয়া ছাইয়া গার্ল’ গানে পারফরম করে ব্যাপক দর্শকপ্রিয়তা পান। ১৯৯৮ সালে বলিউড অভিনেতা সালমান খানের ভাই আরবাজের সঙ্গে মালাইকার বিয়ে হয়। চার বছর পর দুজনের ছেলে আরহানের জন্ম হয়। ২০১৬ সালে হঠাৎই করেই বিচ্ছেদের ঘোষণা দেন এই জুটি। ২০১৭ সালে আইনিভাবে বিচ্ছেদ হয় তাদের।

তারপর থেকেই নিজের চেয়ে ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। যদিও গুঞ্জন চাউর রয়েছে বিচ্ছেদের আগেই একে অপরকে মন দিয়েছিলেন মালাইকা-অর্জুন। শুরুতে প্রেমের বিষয়টি লুকিয়ে রাখলেও একটা সময় খুল্লমখুল্লা প্রেমে ছিলেন তারা। প্রেমিকার সঙ্গে একান্তে সময় কাটাতে বান্দ্রায় ২০ কোটি রুপির চারটি বেডরুম, কিচেন, ড্রয়িংরুমওয়ালা একটি ফ্ল্যাট কিনেছিলেন অর্জুন। কিন্তু দুজনের কাছাকাছি থাকার স্বপ্ন এখন অনেকটাই অনিশ্চিত।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত