Homeবিনোদনমধুচন্দ্রিমায় লন্ডন-তুর্কি যাচ্ছেন জামিল ও মুনমুন

মধুচন্দ্রিমায় লন্ডন-তুর্কি যাচ্ছেন জামিল ও মুনমুন

[ad_1]

দীর্ঘদিন চুটিয়ে প্রেমের পর বিয়ে। এক প্রকার নাটকের পর্দার মতো করে হঠাৎ বিয়ে করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন ছোট পর্দার অভিনেতা জামিল হোসেন ও মুনমুন আহমেদ মুন। ৬ এপ্রিল রাতে দুই পরিবারের উপস্থিতিতে রাজধানীর উত্তরায় বিয়ে হয় তাদের। তবে বিয়ের পর এবার এক মাসের হানিমুনে রোম্যান্সের রাজধানী লন্ডন আর ইতিহাসে মোড়া তুর্কি যাচ্ছেন এই দম্পতি। লিখেছেন, তামজিদ হোসেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কালবেলাকে মুনমুন বলেন, বিয়ের বেশ কিছুদিন পেরিয়ে গেছে; কিন্তু কাজের চাপে আমরা এখনো কোথাও যেতে পারিনি। তাই আমরা ঠিক করেছি আগামী সপ্তাহে দেশের বাইরে যাব হানিমুনে।

কোথায় যাবেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা হানিমুনে দুই জায়গায় ঘুরতে যাব এমনটা ঠিক করেছি। প্রথমে লন্ডনে যাব এবং সেখানে কিছুদিন থেকে তারপর আমরা তুর্কি যাব এমনটাই প্ল্যান রয়েছে।

বিজ্ঞাপনে মডেল হয়ে মিডিয়ায় পরিচিতি পান অভিনেত্রী মুনমুন আহমেদ মুন। কাজ করেছেন ১৫টিরও বেশি বিজ্ঞাপনে। এর বাইরেও তাকে দেখা গেছে নাটকে। এর মধ্যে অল্পদিনে টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন এই সুন্দরী। জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে।

শুধু বিজ্ঞাপন ও নাটকে সীমাবদ্ধ থাকেননি মুন। ‘কাগজ’ নামের একটি

সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। তবে সিনেমায় কাজের সুযোগ অনেক আগে থেকে পেলেও তিনি একটু ভাবার সময় নিয়েছিলেন।

এরপর জামিলের সঙ্গে জুটি বেঁধে বেশকিছু নাটকে কাজ করেন এই অভিনেত্রী। যেমন, কচি জামাই, ইউনাইটেড স্টেট অব নোয়াখালী, নোয়াখালীর মতিন, ছাত্রী মাস্টারসহ আরও অনেক নাটকে।

কাজের সূত্র ধরেই তাদের সখ্য গড়ে ওঠে। একসঙ্গে একটি রোমান্টিক গানেও মডেলিং করেছিলেন তারা। এরপর জামিল ও মুনমুনের মধ্যে হয় প্রেম এবং সবশেষ তাদের পরিণয় ঘটে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত