Homeবিনোদনমাতৃত্বের দীপ্তিতে কিয়ারা আদভানির অভিষেক

মাতৃত্বের দীপ্তিতে কিয়ারা আদভানির অভিষেক


নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে অনুষ্ঠিত মেট গালা ২০২৫-এ প্রথমবারের মতো অংশ নিয়ে নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। গর্ভবতী কিয়ারার এই উপস্থিতি ছিল মাতৃত্বের সৌন্দর্য ও সাহসিকতার এক অনন্য উদাহরণ।

ডিজাইনার গৌরব গুপ্তার তৈরি ‘ব্রেভহার্ট’ শিরোনামের এই পোশাকটি কিয়ারার মাতৃত্বযাত্রাকে কেন্দ্র করে নির্মিত। কালো অফ-শোল্ডার গাউনটির সঙ্গে ছিল সাদা ট্রেন এবং একটি প্রাচীন সোনালি ব্রেস্টপ্লেট, যা দুটি হৃদয় আকৃতির মাধ্যমে মা ও অনাগত সন্তানের সংযোগকে তুলে ধরে। এই দুটি হৃদয়কে যুক্ত করেছে একটি চেইন, যা গর্ভনালির প্রতীক। পোশাকটির গাউন ও কেপ তৈরিতে লেগেছে ১২০ ঘণ্টা, আর ব্রেস্টপ্লেটটি তৈরিতে প্রয়োজন হয়েছে অতিরিক্ত ১৫০ ঘণ্টা।

মেট গালায় কিয়ারার সঙ্গে ছিলেন তার স্বামী সিদ্ধার্থ মালহোত্রা। যদিও তিনি রেড কার্পেটে অংশ নেননি, তবে কিয়ারাকে সহায়তা করতে এবং তার পাশে থাকতে দেখা গেছে তাকে। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, সিদ্ধার্থ কিয়ারার হাত ধরে তাকে লবিতে নিয়ে যাচ্ছেন, যেখানে কিয়ারার পোশাকের ট্রেনটি তার টিমের সদস্যরা সামলাচ্ছেন।

এবারের মেট গালায় কিয়ারা ছাড়াও অভিষেক হয়েছে শাহরুখ খান ও দিলজিৎ দোসাঞ্জের। এছাড়া উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও ইশা আম্বানিও। এই ভারতীয় তারকাদের উপস্থিতি মেট গালার মঞ্চে ভারতীয় ফ্যাশন ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করেছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত