Homeবিনোদনমানবতার পক্ষে জাহ্নবী | কালবেলা

মানবতার পক্ষে জাহ্নবী | কালবেলা

[ad_1]

ভারত-পাকিস্তান যুদ্ধের উত্তেজনা যখন চরমে, ঠিক সেই মুহূর্তে বলিউড তারকা জাহ্নবী কাপুর কণ্ঠ মিলিয়েছেন মানবতার পক্ষে। যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যেও তিনি খুঁজে ফিরছেন শান্তির আলো। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে টেলিভিশন ও অনলাইনে যুদ্ধের দৃশ্য দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এই সুন্দরী।

উদ্বেগ প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, ‘গত রাতে যে দৃশ্যগুলো আমরা টিভিতে ও সামাজিক মাধ্যমে দেখেছি, সেগুলো যেন কোনো সিনেমার মতো লাগছিল। কখনো ভাবিনি, জীবদ্দশায় এমন কিছু ঘটতে দেখব ভারতের মাটিতে। এই বিশৃঙ্খলার কারণে এক ধরনের দুশ্চিন্তা আমার মধ্যে জন্ম নিয়েছে, যা আগে কখনো অনুভব করিনি। আর এতে আমার মনে পড়ে গেল, কীভাবে আমরা বিদেশের সংঘাতগুলো দূর থেকে বসে বিশ্লেষণ করতাম এবং সব ধরনের দ্বন্দ্বের অবসানের আহ্বান জানাতাম। কিন্তু এবার সেটা আমাদের দোরগোড়ায় এসে পড়েছে।’

জাহ্নবী আরও লিখেছেন, ‘আমি সেই সমস্ত রাগ, যন্ত্রণা ও আবেগ অনুভব করেছি, যা এই প্রতিক্রিয়ার দিকে নিয়ে এসেছে। এই যুদ্ধে উভয়পক্ষের নিরপরাধ মানুষের জীবনের প্রতি হুমকি আমাকে আতঙ্কিত করে তোলে। আমার হৃদয় ও মনের দৃষ্টিতে, একটি নিরপরাধ প্রাণের ওপর নিপীড়ন হলো সবচেয়ে বড় পাপ। এটা ভারতীয় চেতনাকে অবমাননা করে। আমাদের প্রকৃতি ও ইতিহাস বলে, আমরা আগ্রাসন করি না। যেখানে আমাদের স্বাগত জানানো হয় না, সেখানে আমরা অন্য দেশের ওপর আমাদের মতো চাপিয়ে দিই না। যথেষ্ট হয়েছে। আমাদের সশস্ত্র বাহিনীর শক্তি, ক্ষমতা ও সাহস তো কোনোদিন গোপন ছিল না। তবে গতকাল, সন্ত্রাস ও অনিশ্চয়তা সত্ত্বেও, আমাদের মনে এক ধরনের নিরাপত্তা অনুভব হয়েছে।’

সবশেষে জাহ্নবী ভারতীয়দের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং প্রার্থনা করেন, যেন দেশ আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠে এবং প্রতিবেশীদের শেখায় যে, তারা আর তাদের বিশৃঙ্খলার দিকে চোখ বুজে থাকব না।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত