Homeবিনোদনমা হওয়া জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা : অ্যাম্বার হার্ড

মা হওয়া জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা : অ্যাম্বার হার্ড

[ad_1]

আলোচনার কেন্দ্রে আবারও অ্যাম্বার হার্ড। তবে এবার আর কোনো কোর্টরুম নয় বরং এবার তিনি খবরে এসেছেন মাতৃত্বের মহিমা নিয়ে। ‘দ্য ওয়ার্ড’ খ্যাত জনপ্রিয় এই অভিনেত্রী একসঙ্গে দুই নবজাতকের মা হয়ে চমকে দিয়েছেন ভক্তদের। মা দিবসের সকালে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা দুটি ছোট্ট পায়ের ছবি যেন জানিয়ে দিল, তার জীবনে এসেছে এক এক পুত্র এবং এক কন্যা। ৩৯ বছর বয়সে জীবনের সবচেয়ে বড় ও আনন্দঘন এই ভূমিকার খবর নিজেই ভাগ করে নিলেন পুরো বিশ্বের সঙ্গে।

প্রকাশিত ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘২০২৫ সালের মা দিবস কোনো দিন ভুলব না। বছরের পর বছর ধরে একটি পরিবার গড়ে তোলার স্বপ্ন দেখেছি। আর সেই পূর্ণতা উদযাপনের অভিব্যক্তি প্রকাশের ভাষা জানা নেই। আজ আনুষ্ঠানিকভাবে খবরটি জানাচ্ছি, আমি হার্ড গ্যাংয়ে যমজদের স্বাগত জানিয়েছি।’

যমজ সন্তানের নাম জানিয়ে অ্যাম্বার হার্ড লেখেন, “আমার মেয়ে অ্যাগনেস এবং পুত্র ওশান আমার কোল (আমার হৃদয়) পূর্ণ করেছে।”
এদিকে অভিনেত্রীর এক মুখপাত্র মার্কিন এক গণমাধ্যমকে জানান, মা-সন্তানেরা ভালো আছেন এবং প্রতিটি মুহূর্ত তারা উপভোগ করছেন।

২০২১ সালে সারোগেসির মাধ্যমে প্রথম কন্যা উনার জন্ম দেন হার্ড, যিনি এখন চার বছর বয়সী। এবারও তিনি সারোগেসির মাধ্যমেই মা হয়েছেন।
দ্বিতীয়বার মা হওয়ার অনুভূতি নিয়ে হার্ড বলেন, “চার বছর আগে উনা আমার পৃথিবী বদলে দিয়েছিল। আমি ভেবেছিলাম এর চেয়ে বড় আনন্দ হয় না। এখন আমি তিন গুণ বেশি আনন্দিত।”

এদিকে অ্যাম্বার ২০১৫ সালে ভালোবেসে ঘর বাঁধেন ‘পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান’ তারকা জনি ডেপের সঙ্গে। কিন্তু দুই বছরের মধ্যে তাদের বিচ্ছেদ ঘটে। ২০১৮ সালে ওয়াশিংটন পোস্টে এক কলামে নিজেকে পারিবারিক সহিংসতার শিকার হিসেবে তুলে ধরেন অ্যাম্বার হার্ড এবং ২০২২ সালে এসব জটিলতার অবসান ঘটে।

জনি ডেপের সঙ্গে বিচ্ছেদ এবং আইনি যুদ্ধের মধ্যেও নিজের মা হওয়ার সিদ্ধান্তে অনড় ছিলেন হার্ড। তার ভাষায়, ‘ফার্টিলিটি চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও নিজের ইচ্ছায় মা হওয়া জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত