Homeবিনোদনমিমের অন্যরকম ব্যস্ততা | কালবেলা

মিমের অন্যরকম ব্যস্ততা | কালবেলা

[ad_1]

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। কয়েক বছর ধরে ঈদে নেই তার নতুন সিনেমা। তবে এরপরও ব্যস্ততার কমতি নেই একটুও।

এবারের ঈদে বুবলী, নুসরাত ফারিয়া ও তমা মির্জারা যখন নিজের সিনেমা নিয়ে প্রচারণায় ব্যস্ত, তখন মিম ব্যস্ত বিভিন্ন প্রোডাক্টের প্রচারণায়। ঈদ সামনে থাকায় যা আগের তুলনায় অনেকটা বেড়ে গেছে। কারণ মিম দেশ-বিদেশের অনেক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দায়িত্ব পালন করছেন, যা নিয়ে এই নায়িকা জানান, তিনি যে ব্র্যান্ডগুলোর হয়ে কাজ করেন সেগুলোর ভালো এবং খারাপ দিক নিজে আগে পরীক্ষা করে দেখেন। তারপর সেগুলো সাধারণ মানুষের ব্যবহারের জন্য উৎসাহ দেন।

এ সময় মিম তার ব্যস্ততা নিয়ে আরও বলেন, ‘এবারের ঈদে আমার নতুন কোনো সিনেমা নেই। তবে ব্যস্ততার কোনো কমতি নেই। প্রতিদিনই আমার নতুন নতুন ব্র্যান্ডের শুট থাকে। যেই ব্যস্ততা ঈদের আগপর্যন্ত চলবে।’

এ সময় এবারের ঈদে নতুন সিনেমা নিয়েও কথা বলেন এ নায়িকা। সবাইকে শুভকামনা জানিয়ে মিম বলেন, ‘এবার আমার সিনেমা মুক্তি পাচ্ছে না, তাতে কি! আমার সহকর্মীদের সিনেমা মুক্তি পাচ্ছে, যা নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। তাদের সবার জন্যই শুভকামনা। এবারের ঈদের প্রতিটি সিনেমাই দুর্দান্ত হবে বলে আমি আশাবাদী। কারণ এরই মধ্যে সিনেমাগুলোর ট্রেলার ও গান দর্শকের নজর কেড়েছে।’

মিমের ঈদ এবার কাটবে ব্যাংককে। যেখানে ঈদের আগেই পরিবারসহ যাবেন এ নায়িকা। এমনটা জানিয়ে মিম জানান, শুধু ঈদ নয়, সেখান থেকে শপিংও করবেন। আর পরিবারের সবাই মিলে সেখানে ঈদ ও ছুটি কাটাবেন। ঈদের কারণে টানা ব্যস্ততায় ক্লান্ত এ অভিনেত্রী। তাই এবারের ঈদ ছুটির মেজাজে পরিবারের সঙ্গে কাটাবেন।

পরিবার নিয়ে সময় পেলেই দেশের বাইরে ছুটি কাটাতে যান মিম। যার ছবি অনুরাগীদের জন্য নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেন এ নায়িকা। সবশেষ স্বামী সনির সঙ্গে মালদ্বীপের সমুদ্রসৈকতে দেখা যায় তাকে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত