Homeবিনোদনমুকুলের মৃত্যুতে যা বললেন ভাই রাহুল 

মুকুলের মৃত্যুতে যা বললেন ভাই রাহুল 


বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। মাত্র ৫৪ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। শুক্রবার রাতে মারা গেছেন এই অভিনেতা। এদিকে মুকুলের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল। তবে গত ৮-১০ দিনে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। অভিনেতার মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আনেন অভিনেতা মনোজ বাজপেয়ী। এবার ভাইয়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন অভিনেতা রাহুল দেব।

এই অভিনেতা লিখেছেন, “গত রাতে নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়াত হয়েছেন।” মুকুল তার কন্যা সিয়া দেবের সঙ্গে থাকতেন।

রাহুল আরও লিখেছেন, “মুকুলকে আমাদের দুই ভাই বোন রশমি দেব ও রাহুল দেবের খুব মনে পড়বে। মুকুলের ভাইপো সিদ্ধান্ত দেবও তাকে মনে করবে। দয়া করে বিকেল পাঁচটায় তার শেষকৃত্যে যোগ দিন।”

জানা গেছে, দিল্লিতেই শেষকৃত্যের আয়োজন করা হয়েছে। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে মুকুলের, তা জানাননি রাহুলও। মুকুলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তার বাড়িতে যাওয়া শুরু করেছেন বলিউডের তারকারা।

বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও পরিচিত মুখ ছিলেন মুকুল দেব। প্রথম ছবি ‘দস্তক’-এ পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছিলেন। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে মুকুলের অভিনয় আলাদা করে নজর কেড়েছিল দর্শক-সমালোচকদের। এই নভিনেতা হিন্দি ছাড়াও মালায়ালাম, গুজরাতি, পাঞ্জাবি, মারাঠি, ইংরেজি এবং বাংলা ছবিতেও কাজ করেছেন। একাধিক বাংলা ছবিতে কাজ করেছিলেন তিনি। তালিকায় ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ উল্লেখযোগ্য।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত