Homeবিনোদনমুক্তির অপেক্ষায় ‘হামরাজ’ | কালবেলা

মুক্তির অপেক্ষায় ‘হামরাজ’ | কালবেলা

[ad_1]

চলতি বছরটা দারুণভাবে শুরু হয়েছে পাকিস্তানি বিনোদন ইন্ডাস্ট্রি ললিউডের। একের পর এক দর্শক প্রিয় ধারাবাহিক নাটক নির্মাণ করে রয়েছে জনপ্রিয়তার শীর্ষস্থানে। তারই ধারাবাহিকতায় এবার মুক্তি পেতে চলেছে ধারাবাহিক নাটক ‘হামরাজ’।

ফারুক রিন্দ পরিচালিত বহুল প্রতীক্ষিত এই ড্রামাটি মুক্তি পেতে চলেছে আগামী মে মাসে। এ ধারাবাহিকটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন আয়েজা খান, ফিরোজ খান, জাহিদ আহমেদ, নুর উল হাসানসহ আরও অনেকে।

ফিরোজ খান এবং আইজাহ খান পাকিস্তানের বিনোদন জগতের দুই জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী, যাদের সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে বিপুল ভক্ত-অনুরাগী। উভয়েই প্রাইমটাইম নাটকে একের পর এক হিট উপহার দিয়ে পেয়েছেন পরিচিতি। তাদের অসাধারণ অভিনয়ের মাধ্যমে তারা ব্যাপক জনপ্রিয়তা ও স্বীকৃতি অর্জন করেছেন।

আইজাহ খানের উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে মেরে পাস তুম হো, পিয়ারে আফজাল, জানে জাহান, মহব্বত তুম সে নাফরত হ্যায়, রূপোশ সহআরও অনেক নাটক। অন্যদিকে ফিরোজ খান খানি, ইশকিয়া, হাবস, আয়ে মুশতে খাক, আখারা এবং খুমার নাটকে তার চরিত্রগুলোর জন্য ব্যাপক প্রশংসা পেয়েছেন।

এর আগে আইজাহ ও ফিরোজ জিও টিভির ‘বিখরা মেরা নসিব’ নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন। এরই মধ্যে নাটকটির টিজার প্রকাশ পেয়েছে ‘জিও’ এর ইউটিউব চ্যানেলে, যা দেখে বেশ উচ্ছ্বসিত দর্শকরা।

প্রকাশিত টিজারে ফিরোজ খানের একটি তীব্র নেগেটিভ চরিত্রের ইঙ্গিত পাওয়া গেছে, যা দর্শকদের তার ‘খানি’ নাটকের চরিত্রটির কথা মনে করিয়ে দিয়েছে।

এদিকে আইজাহ খানকে দেখা গেছে এক কঠিন পরিস্থিতিতে পড়া এক আবেগপ্রবণ নারীর চরিত্রে। যদিও নাটকটির মুক্তির তারিখ এখনো খোলাসা করেননি নাটকের নির্মাতা, তবে নাটকটি ‘জিও’ টিভিতে প্রচার হবে রাত ৮টায়।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত