Homeবিনোদনমুক্তির এক দিন পর প্রকাশ পেল ‘তাণ্ডব’ সিনেমার ট্রেলার

মুক্তির এক দিন পর প্রকাশ পেল ‘তাণ্ডব’ সিনেমার ট্রেলার

[ad_1]

প্রতি ঈদের মতো এই কোরবানির ঈদেও নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন শাকিব খান। ঈদের দিন সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’। পোস্টার, টিজার ও গান প্রকাশ হলেও ট্রেলার ছাড়াই মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটি। অবশেষে মুক্তির একদিন পর প্রকাশ পেল সিনেমার ট্রেলার। সিনেমার ট্রেলার সাধারণত ২ থেকে ৩ মিনিটের হলেও তাণ্ডবের ট্রেলার ভিডিও মাত্র ৫৬ সেকেন্ডের। তবে এটিকেই ট্রেলার বলছেন প্রযোজনা প্রতিষ্ঠান।

টিজারের মতো ট্রেলারও সাজানো হয়েছে শাকিব খানকে কেন্দ্র করে। তবে এখানে অন্য শিল্পীদেরও দেখা গেছে। ট্রেলারের শুরুতে দেখা গেল একাই শত্রুপক্ষকে গুঁড়িয়ে দিচ্ছেন শাকিব খান। এই নায়কের সর্বশেষে কয়েকটি সিনেমায় যেমনটা দেখা গেছে। এরপরেই শাকিবের মুখে শোনা যায়, ‘বডির ব্যাকটেরিয়া মারতে যেমন বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয়, তেমনি আপনাদের মতো শয়তানদের শায়েস্তা করতে শয়তানি করতে হয়।’ এরপর দৃশ্যপটে আসেন জয়া আহসান। তাঁর কণ্ঠে ভয়েস ওভারে শোনা যায়, ‘সত্য হচ্ছে বটগাছের মতো। যতই মিথ্যার পাথর দিয়ে চাপা দেন না কেন একদিন সব ছিঁড়েখুঁড়ে বের হবে।’

সিনেমা মুক্তির আগে ট্রেলার প্রকাশ না করায় শাকিব খানের অনেক ভক্ত সমালোচনা করেছিলেন তাণ্ডবের প্রযোজক ও নির্মাতার। এ কারণেই হয়তো ট্রেলার শেয়ার করে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ এর কর্ণধার মহেন্দ্র সনি ফেসবুকে লেখেন, ‘মি. সনি শাকিবিয়ানদের সঙ্গে খেলবেন না! তাই আমরাই রিলিজ করে দিচ্ছি তাণ্ডবের ট্রেলার।’

এর আগে গতকাল সিনেমার মুক্তির দিনে সিনেমার ট্রেলার প্রকাশ না হওয়ায় নিজেদের দোষ স্বীকার করেন মহেন্দ্র সনি। ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘আজ (গতকাল) তাণ্ডব মুক্তি পাচ্ছে! একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে আমাদের ট্রেলার মুক্তি পায়নি। এটা আমাদের একটা বড় খামতি, আমরা স্বীকার করছি। কিন্তু একসঙ্গে এটাও ভাবুন, আপনি কোনো পূর্বধারণা ছাড়াই সিনেমা হলে ঢুকছেন! সিনেমা হলে গিয়ে নিজের চোখেই দেখুন।’

অ্যাকশন ঘরানার তাণ্ডব বানিয়েছেন রায়হান রাফী। মুক্তির প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে রয়েছে সিনেমাটি। দ্বিতীয় সিনেপ্লেক্সে বাড়ানো হয়েছে প্রদর্শনীর সংখ্যা। এতে শাকিব-জয়ার সঙ্গে আরও অভিনয় করেছেন সাবিলা নূর, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, এফ এস নাঈম প্রমুখ। প্রযোজনা করেছে এসভিএফ, আলফা আই ও চরকি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত