Homeবিনোদনমৃত্যুর পাঁচ বছর পর প্রকাশ পেল এন্ড্রু কিশোরের নতুন গান

মৃত্যুর পাঁচ বছর পর প্রকাশ পেল এন্ড্রু কিশোরের নতুন গান

[ad_1]

মোহাম্মদ আসলাম পরিচালিত ‘সংঘাত’ সিনেমার জন্য গানটি রেকর্ড করা হয়েছিল ২০১৬ সালে। এত বছর পর প্রকাশ পেল এন্ড্রু কিশোরের গাওয়া এই গান। জানা গেছে, শিগগিরই মুক্তি পাবে সিনেমাটি।

মৃত্যুর পাঁচ বছর প্রকাশ পেল এন্ড্রু কিশোরের নতুন গান। মোহাম্মদ আসলামের ‘সংঘাত’ সিনেমায় ব্যবহার করা হয়েছে ‘আরও আগে কেন দেখা হলো না’ গানটি। সুদীপ কুমার দীপের লেখা এ গানের সুর ও সংগীত করেছেন আলী আকরাম শুভ। এতে এন্ড্রু কিশোরের সহশিল্পী হিসেবে আছেন ন্যান্‌সি।

পরিচালক মোহাম্মদ আসলাম বলেন, ‘গানটি রেকর্ড করেছিলাম ২০১৬ সালের দিকে। নানা কারণে সিনেমাটি আটকে ছিল। অবশেষে জট খুলেছে। শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। এন্ড্রু দাদার গানটি দিয়েই প্রচারণা শুরু করলাম।’

সপ্তাহখানেক আগে সিডি প্লাস এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি। রোমান্টিক ঘরানার এ গানের ভিডিওতে দেখা গেছে অভি ও সুবহাকে।

দীর্ঘ ১০ মাস ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে ২০২০ সালের ৬ জুলাই মারা যান এন্ড্রু কিশোর। তাঁকে বলা হয় প্লেব্যাক সম্রাট। সিনেমায় তাঁর গানের সংখ্যা ১৫ হাজারের বেশি। তাঁর গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘ভালো আছি ভালো থেকো’, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘আমার বুকের মধ্যিখানে’, ‘বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’ ইত্যাদি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত