Homeবিনোদনমের হলিউড ধামাকা | কালবেলা

মের হলিউড ধামাকা | কালবেলা

[ad_1]

মে মাসজুড়ে হলিউডে যেন ধামাকা। একের পর এক হিট সিনেমা মুক্তি পেতে চলেছে এ মাসে। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাগুলোর ট্রেলার, যা দেখে প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছেন হলিউড সিনেপ্রেমীরা।

মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রিকনিং:

চলতি মাসের ২৩ তারিখে বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে টম ক্রুজ অভিনীত মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রিকনিং সিনেমা। ছবিটি পরিচালনা করেছেন ক্রিস্টোফার ম্যাককোয়ারি। টম ক্রুজের পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেন হেইলি অ্যাটওয়েল (গ্রেইস), ভেনেসা কিরবি (দ্য হোয়াইট উইডো), নিক অফারম্যান (সিডনি)সহ আরও অনেকে।

ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস:

যারা হরর মুভি পছন্দ করেন তাদের জন্য সুখবর। প্রতীক্ষার প্রহর শেষে ১৬ মে মুক্তি পেতে চলেছে জ্যাক লিপোভস্কি পরিচালনায় নির্মিত সিনেমা ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস। এরই মধ্যে সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে। সেখানে দেখা যায়, একটি বারবার ফিরে আসা সহিংস দুঃস্বপ্নে অতিষ্ঠ হয়ে, এক কলেজ শিক্ষার্থী বাড়ি ফিরে আসে একমাত্র সেই ব্যক্তিকে খুঁজে বের করার জন্য, যে এই দুঃস্বপ্নের চক্র ভাঙতে পারে এবং তার পরিবারকে এক ভয়াবহ পরিণতি থেকে রক্ষা করতে পারে, যা অবশ্যম্ভাবীভাবে তাদের দিকে ধেয়ে আসছে। আর এভাবেই এগোতে থাকে ছবিটির কাহিনি।

এ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন টনি টড, ব্রেক ব্যাসিঙ্গার, এপ্রিল টেলিকসহ আরও অনেকে।

থান্ডারবোল্টস:

সাইফাই যারা ভালোবাসেন তাদের জন্য চলতি মাসের ২ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পেল মার্ভেলের সুপার হিরো অ্যাকশন সিনেমা থান্ডারবোল্টস।

ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা জেক শ্রায়ার। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ফ্লোরেন্স পিউ, সেবাস্তিয়ান স্ট্যান, জুলিয়া লুই-ড্রেফাসসহ আরও অনেকে।

ফাইট অর ফ্লাইট:

চলতি বছরের ৯ মে মুক্তি পেতে চলেছে জেমস ম্যাডিগানের পরিচালনায় নির্মিত সিনেমা ফাইট অর ফ্লাইট। অ্যাকশন কমেডি ঘরনার এ ছবিতে অভিনয় করেছেন জোশ হার্টনেট, চরিত্র চন্দ্রন, জুলিয়ান কসটভসহ আরও অনেকে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত