[ad_1]
আসন্ন ঈদুল ফিতরে ‘টোনাটুনির সংসার’ শিরোনামে নতুন একটি নাটকে জুটি বেঁধেছেন অভিনেতা মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় এটি পরিচালনা করেছেন শাকিল। এরই মধ্যে রাজধানীর অদূরে পুবাইলের চটের আঁগা শুটিং হাউসে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘দাম্পত্য জীবনে বেশ কয়েক বছর পর এসে স্বামী খেয়াল করে দেখল যে, তার কোনো কিছুই স্ত্রীর ভালো লাগে না। কাপড়-খাবার-চলাফেরা অর্থাৎ স্বামীর সবকিছুতেই স্ত্রীর অসন্তুষ্টি। কীভাবে স্ত্রীর মনে আগের মতো ভালোবাসা ফেরানো যায় এবং সেই ভালোবাসা ফেরাতে গিয়ে এক নাটকীয় ঘটনা ঘটে। যথারীতি শাকিল ভাই ভীষণ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। শুরু থেকেই মনে হচ্ছিল যে বৃষ্টি খুব ভালো করবে, কারণ তার এক্সপ্রেশন, কথা বলার যে স্বতঃস্ফূর্ততা, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুই আসলে জানান দিচ্ছিল যে, সে ভালো করবে। এখন ভালো করছে এবং চরিত্র বুঝেই সে অভিনয়টা বেশ ভালোভাবে করতে পারে।’
এদিকে নাটকটিতে অভিনয় নিয়ে বৃষ্টি বলেন, ‘মোশাররফ ভাই আমার ভীষণ প্রিয় একজন অভিনেতা ও সহশিল্পী। তিনি এত এত বিষয়ে জ্ঞান রাখেন যে, শুটিং ছাড়া তার সঙ্গে আড্ডা দিতে পারলে আরও অনেক কিছু শেখা যেত। টোনাটুনির সংসারের গল্পটাই চমৎকার। ভীষণ ভালো লেগেছে কাজটি করে। আশাবাদীও ভীষণ।’ এ দুই তারকা এর আগেও জুটি বেঁধে অসংখ্য নাটকে অভিনয় করেছেন।
[ad_2]
Source link