Homeবিনোদনমোহিনীর জন্যই কি স্ত্রীকে ছাড়লেন এ আর রহমান? কী বলছেন আইনজীবী

মোহিনীর জন্যই কি স্ত্রীকে ছাড়লেন এ আর রহমান? কী বলছেন আইনজীবী

[ad_1]

অস্কার বিজয়ী সংগীত পরিচালক ও শিল্পী এ আর রহমানের ২৯ বছরের দাম্পত্য শেষ হয়ে যাচ্ছে। স্ত্রী সায়রা বানুর সঙ্গে দীর্ঘ সময়ের দাম্পত্যের ইতি টানার ঘোষণা দেন তাঁরা। এর কয়েক ঘণ্টা পর এ আর রহমানের ব্যান্ডের বিখ্যাত বেজ গিটারিস্ট ও সহকর্মী মোহিনী দে তাঁর স্বামী স্যাক্সোফোনিস্ট মার্ক হার্টসাচের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন। আর এতেই দুইয়ে দুইয়ে চার করতে শুরু করেন অনেকে। নেটিজেনরা আঙুল তুলতে শুরু করেন মোহিনীর দিকে। তাঁদের ধারণা, মোহিনীর কারণেই নাকি ঘর ভেঙেছে এ আর রহমানের।

এ নিয়ে মুখ খুলেছেন এ আর রহমানের স্ত্রীর আইনজীবী বন্দনা শাহ। তিনি জানান, দীর্ঘ তিক্ততা এই বিচ্ছেদের নেপথ্য। উভয় পক্ষই চেষ্টা করেছিলেন মিটিয়ে নিতে, তবে তা আর হয়নি। সায়রা অপারগ।

ইতিমধ্যে বিভিন্ন মহলে শোনা যাচ্ছে ভরণপোষণ বা খোরপোশ পাবেন সায়রা। সে কথা উড়িয়ে দিয়েছেন সায়রার আইনজীবী। তিনি পাশাপাশি এ বিষয়টাও স্পষ্ট করেছেন, রহমান-সায়রার বিয়ে ভাঙলেও বন্ধুত্ব অটুট। আইনজীবী এ-ও বলেন, তাঁদের এই বিচ্ছেদের সঙ্গে মোহিনীর কোনো সংযোগ নেই।

১৯৯৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ আর রহমান ও সায়রা বানু দম্পতি। খাদিজা, রহিমা ও আমিন নামের তিন সন্তান রয়েছে তাঁদের।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত